ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীর মহিপালে থমকে যাচ্ছে দূরপাল্লার যানবাহন

প্রকাশিত: ০৫:৫৮, ৪ নভেম্বর ২০১৭

ফেনীর মহিপালে থমকে যাচ্ছে দূরপাল্লার যানবাহন

স্টাফ রিপোর্টার ॥ মহাসড়কের কাজ শেষ। কিন্তু শেষ হয়নি ফ্লাইওভার নির্মাণ। ফলে, ফেনীর মহিপাল এসে যেন থমকে যেতে হচ্ছে দূরপাল্লার যানবাহনগুলোকে। নির্মাণ কাজ চলায় সড়কের প্রস্থর নেমে এসেছে অর্ধেকে। আর অতিরিক্ত যানবাহনের চাপে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আঞ্চলিক মহাসড়কগুলো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের অন্যতম বড় প্যাকেজ ছিল ফেনীর মহিপালের এই ফ্লাইওভার নির্মাণ। অথচ বছর দুয়েক আগে মহাসড়কটির বেশিরভাগ অংশ চালু করা হলেও শেষ করা যায়নি ছয় লেনের এই ফ্লাইওভারের নির্মাণ কাজ। তাই, প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। নির্মাণকাজ চলায় সড়কের প্রস্থ নেমে এসেছে অর্ধেকের নিচে। ফলে, গন্তব্যে যেতে যানবাহনগুলোকে বেশিরভাগ সময়ই ব্যবহার করতে হচ্ছে বিকল্প সড়ক। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে সেটির অবস্থাও ভয়াবহ। এ কারণে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের ব্যাপারে জোরালো আশ্বাস মেলেনি প্রশাসন থেকে। মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক এই সড়কের দুরাবস্থার কারণে মোটা ক্ষতির মুখে পড়ছেন এলাকাবাসী।
×