ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন কেরানীগঞ্জে

প্রকাশিত: ০৫:৫৮, ৪ নভেম্বর ২০১৭

যাত্রাবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন কেরানীগঞ্জে

স্টাফ রিপোর্টার ॥ রায়েরবাগের গলি ঘুপচি থেকে যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস এখন কেরানীগঞ্জে। নিজস্ব জমি ও সুবিস্তৃত ভবনের কার্যক্রম শুরু হয়েছে বেশ জোরোশোরে। এতে দুর্ভোগ অনেকটাই কমেছে ঢাকার ১৩টি থানার পাসপোর্ট প্রত্যাশীদের। আগামী মাসেই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পোস্তগোলা ব্রিজ পেরিয়ে দুই কিলোমিটার এগোলেই লাল ইটের ভবন। ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ছয়তলা এই ভবনটিই এখন যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস। রায়েরবাগের ঘিঞ্জি পরিবেশ থেকে নিস্তার মিলেছে ঢাকার ১৩ থানার পাসপোর্ট প্রত্যাশীদের। আগে যেখানে সব ধরনের আবেদনকারীকেই অপেক্ষার প্রহর গুনতে হতো রাস্তায়, এখন তারা ভাগ হয়ে যাচ্ছে ভবনের পাঁচটি তলায়। নিচতলায় তথ্যকেন্দ্রে মিলছে প্রাথমিক সব তথ্য। দ্বিতীয় তলায় একদিকে পি-এনরোলেমন্ট আরেকদিকে পাসপোর্ট ডেলিভারি। আর তৃতীয় তলায় বায়ো এনরোলমেন্ট। নতুন অফিসের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আবেদনকারীরাও। পাসপোর্ট প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন কর্মকর্তারাও। ডিএমপির যাত্রাবাড়ী, ডেমরা, শ্যামপুর, কদমতলী, খিলগাঁও, শাহজাহানপুর, সবুজবাগ, ওয়ারী, কোতোয়ালি, সূত্রাপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার মোট ১৩টি থানার পাসপোর্ট প্রত্যাশীদের আবেদন করতে হবে কেরানীগঞ্জের এই কার্যালয়ে।
×