ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তহবিলে অর্থের বিনিময়ে দলের নিয়ন্ত্রণ নেন হিলারি

প্রকাশিত: ০৫:৪৬, ৪ নভেম্বর ২০১৭

তহবিলে অর্থের বিনিময়ে দলের নিয়ন্ত্রণ নেন হিলারি

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচরাভিযানকালে দলীয় তহবিলে অর্থ যোগান দেয়ার বিনিময়ে হিলারি ক্লিনটন ডেমোক্রেট দলের নিয়ন্ত্রণ ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন বলে দলের সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান ডোনা ব্রাজিল অভিযোগ করেছেন। খবর বিবিসির। ডোনা ব্রাজিল তার প্রকাশিত এক গ্রন্থে অভিযোগ করেন, হিলারির নির্বাচনী দলের সঙ্গে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি ডিএনসি এই মর্মে এক চুক্তি করে যে, দলকে অর্থনৈতিকভাবে সচ্ছলতার বিনিময়ে এতে হিলারির আধিপত্য বজায় থাকবে। এ ছাড়াও ডেমোক্রেট দলের কৌশল ও নির্বাচনী খাতে সংগৃহীত চাঁদা এবং এর আয়-ব্যয় ও অর্থনৈতিক তৎপরতার বিষয়টি হিলারি ও তার নির্বাচনী দলের নিয়ন্ত্রণে থাকবে। এর পরিপ্রেক্ষিতে বার্নি স্যান্ডার্সের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তার ওপর হিলারিকে প্রাধান্য দেয়া হয়। অথচ হিলারি ও বার্নি স্যান্ডার্সের মধ্যে প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতায় ডিএনসি নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল বলে ধারণা করা হয়। তবে স্যান্ডার্সের সমর্থকগোষ্ঠী দীর্ঘদিন যাবত হিলারির প্রতি ডিএনসির পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছিল। সম্প্রতি পলিটিকো ম্যাগাজিনে প্রকাশিত ডোনা ব্রাজিলের এক লেখা থেকে জানা গেছে, প্রতি মাসে ডিএনসির দৈনন্দিন খরচ ও মৌলিক ব্যয় নির্বাহের জন্য হিলারির পক্ষ থেকে পাওয়া ওই অর্থ ‘লাইফ সাপোর্ট’ হিসেবে কাজ করেছিল। একই সঙ্গে তিনি বলেন, ডেমোক্র্যাটিক কমিটির জন্য তহবিল ব্যবস্থাপনা বেআইনী, অনৈতিক, অপরাধমূলক কাজ না হলেও এটি দলীয় সংহতি ক্ষতিগ্রস্ত করেছে। ডোনা ব্রাজিলকে গত বছর পার্টি অফিস থেকে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়। কারণ, সিএনএন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নির্বাচনের সময় ডেমোক্রেট নীতিনির্ধারণী এক প্রশ্নের জবাব আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন। অন্যদিকে অনেকের অভিমত, ডেমোক্র্যাটিক কমিটিকে অর্থ সাহায্য দেয়ার জন্য এককভাবে হিলারিকে দায়ী করা ঠিক হবে না। কেননা, এই পার্টি ঋণভারে এত জর্জরিত হয়ে পড়েছিল যে, প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারাভিযান দূরের কথা, এটির উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। ডেমোক্র্যাটিক পার্টির এই দুরবস্থা অনেকদিন ধরেই চলছিল। কিন্তু বারাক ওবামা ডেমোক্রেট প্রেসিডেন্ট হয়েও পার্টির সচ্ছলতা বা এটির স্বাবলম্বী হওয়ার কোন পদক্ষেপ গ্রহণ করেননি। বরং পার্টির অবকাঠামো নির্মাণে অবহেলা, রাষ্ট্রীয় ও স্থানীয় পর্যায়ে ক্ষয়িষ্ণুতার জন্য তাকে অভিযুক্ত করা যায়। সেজন্য দ্বিতীয় মেয়াদে মধ্যবর্তী নির্বাচনে তার দলের ভরাডুবি হয় কংগ্রেসের অনেক আসন ডেমোক্র্যাটদের হাতছাড়া হয়ে যায়। অথচ ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দলের মজবুত ভিত্তি তৈরি করা, ব্যালট বাক্সের নিরাপত্তা ও দলীয় অর্থনৈতিক শক্তিকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো ছিল বারাক ওবামার দায়িত্ব। কিন্তু তিনি তার কিছুই করেননি বলে হিলারিকেই দলীয় তহবিল যোগানোর দায়িত্ব নিতে হয়েছিল। এখন একটি প্রশ্ন সামনে চলে এসেছে যে, এ মুহূর্তে ডোনা ব্রাজিল কেন এ ধরনের প্রসঙ্গ উত্থাপন করলেন। এর দুটো উত্তর হতে পারে এক, তার দলীয় গোপনীয়তা ফাঁসের দায়মুক্তি অথবা তার লেখা বইয়ের বহুল বিক্রি। তবে তার উদ্দেশ্য যাই হোক, এটি ট্রাম্পকে সুবিধাজনক অবস্থান তৈরিতে সহায়তা করেছে। নির্বাচনে রুশ হস্তক্ষেপের জন্য তার বিপর্যয় ও বিব্রতকর অবস্থান থেকে মানুষের দৃষ্টি কিছুটা হলেও ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। এছাড়া ডেমোক্রেট দলে বার্নি স্যান্ডার্সের সমর্থকদের সঙ্গে হিলারি সমর্থকদের একটি অন্তর্দ্বন্দ্বের সুযোগও এতে সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
×