ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএসের সর্বশেষ ঘাঁটি সিরীয় বাহিনীর দখলে

প্রকাশিত: ০৫:৪৬, ৪ নভেম্বর ২০১৭

আইএসের সর্বশেষ ঘাঁটি সিরীয় বাহিনীর দখলে

সিরিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি দেইর আল-জোর শহরের পুরো নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থিত সরকারী বাহিনী। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সরকারী বাহিনী শহরটিকে সন্ত্রাসীমুক্ত করেছে। খবর বিবিসির। যুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলোও বলছে, দেইর আল-জোরের যেসব পকেট থেকে আইএস যোদ্ধারা এতদিন ধরে আসাদবাহিনী ও তার মিত্রদের প্রতিরোধ করে আসছিল, সেসব পকেট সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। ইরাক সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরের অধিকাংশই ২০১৪ সাল থেকে জঙ্গীদের নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ান টেলিভিশনের আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছিল, কয়েক সপ্তাহ যুদ্ধের পর আসাদবাহিনী দেইর আল-জোরে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় যোদ্ধারা আইএসকে তাদের ‘খেলাফতের রাজধানী’ রাক্কা থেকে বিতাড়িত করেছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও সরকারী বাহিনী একসঙ্গে জঙ্গীদের কাছ থেকে দেইর আল-জোরের নিয়ন্ত্রণ নিতে আক্রমণ চালিয়ে যায়।
×