ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ বিষয়ে পরপর দুদিন টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট

নিউইয়র্ক হামলাকারীর মৃত্যুদন্ড চান ট্রাম্প

প্রকাশিত: ০৫:৪৫, ৪ নভেম্বর ২০১৭

নিউইয়র্ক হামলাকারীর মৃত্যুদন্ড চান ট্রাম্প

নিউইয়র্কে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দিয়ে আটজনকে হত্যা করার মৃত্যুদন্ড দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে একজন আইএস জঙ্গী উল্লেখ করে টুইটারে তিনি বলেন, সে হামলা চালিয়ে আটজনকে হত্যা ও ১২ জনকে আহত করেছে। সুতরাং তার মৃত্যুদন্ড ই হওয়া উচিত। এএফপি। নিউইয়র্কে মঙ্গলবার ওই ট্রাক হামলার ঘটনাটি ঘটে। ম্যানহাটানের ওয়েস্ট সাইড হাইওয়ের সাইকেল চালানোর পথে ঢুকে একটি ট্রাকটি কিছুদূর চলে থেমে যায়। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আটজন মারা যায়। আহত হয় ১২ জন। পুলিশ ২৯ বছর বয়সী ট্রাক চালক সাইপভকে পেটে গুলি করে আহত করে ও আটক করে। উজবেকিস্তানের নাগরিক সাইপভ অভিবাসী হিসেবে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে যান। ট্রাম্প বলেন, ‘নিউইয়র্ক হামলাকারী হাসপাতালের ওপর পতাকা ওড়াতে পারলে খুশিই হতো। সে হামলা চালিয়ে আটজনকে হত্যা ও ১২ জনকে আহত করেছে। সুতরাং তার মৃত্যুদ-ই হওয়া উচিত।’ ট্রাম্প প্রথমে বৃহস্পতিবার এ বিষয়ে তার মত ব্যক্ত করেন। পরদিন তিনি একই কথার পুনরাবৃত্তি করেন। ট্রাম্প বলেন, এই ধরনের হামলা মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা উচিত। নিউইয়র্কে পথচারীদের উপর ট্রাক উঠিয়ে ৮ জনকে হত্যার ঘটনায় আটক সন্দেহভাজনকে পশু বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তিনি তাকে গুয়ান্তানামো কারাগার পাঠিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স বলেন, হোয়াইট হাউস সাইপভকে ‘শত্রু যোদ্ধা’ হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে তিনি বলেন, তার জন্য বেসামরিক বিচার ব্যবস্থা হবে নাকি সামরিক বন্দী হিসেবে বিবেচনা করা হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ানি। বুধবার টুইট বার্তায় এ ঘটনার জন্য তিনি নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য চাক শুমারকে দায়ী করেন। কারণ যুক্তরাষ্ট্রে অভিবাসী আসা সহজ করার জন্য ডাইভার্সিটি ভিসা লটারি প্রোগ্রমের উদ্যোক্তা ছিলেন চাক শুমার। কর্মসূচী ডিভি লটারি নামে পরিচিতি অর্জন করেছে। আট ব্যক্তিকে হত্যা এবং আইএসকে সরঞ্জামাদি সহায়তা করার জন্য সাইপভের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভিডিও দেখে আইএসের প্রতি আকৃষ্ট হওয়ার কথা সাইপভ জানিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এ হামলার পরিকল্পনা তিনি এক বছর আগেই করেছিলেন। নিউইয়র্ক ল’ স্কুলের প্রফেসর আনা কমিনস্কি বলছেন, অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করার আগেই দেশের সবচেয়ে ক্ষমতা ব্যক্তির কাছ থেকে আসা এমন মন্তব্য জুরিদের প্রভাবিত করতে পারে। তিনি বলেন, ‘যা ঘটেছে তা খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের সংবিধান বলছে, বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত একজন অভিযুক্তকে নির্দোষ বিবেচনা করতে হবে। আমাদের প্রেসিডেন্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফেলেছেন। আমি মনে করি, আইনজীবী মহল এ নিয়ে চিন্তিত হবেন। পুরো বিষয়টি উদ্বেগজনক।’
×