ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুজদামনের বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৫:৪৪, ৪ নভেম্বর ২০১৭

পুজদামনের বিরুদ্ধে পরোয়ানা

কাতালোনিয়ার বরখাস্ত হওয়া আঞ্চলিক মন্ত্রীদের মধ্যে আটজনকে বৃহস্পতিবার আটক করেছে স্পেন। এর প্রতিবাদে হাজার হাজার কাতালান বিক্ষোভ করেছে। স্পেন থেকে স্বাধীন হতে চাওয়া আঞ্চলিক মন্ত্রীদের বিরুদ্ধে স্প্যানিশ হাইকোর্টে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও তহবিল তছরুফের অভিযোগ আনা হয়। এদিকে শুক্রবার কাতালান নেতা পুজদামনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেনের সর্বোচ্চ আদালত। খবর বিবিসি ও এএফপির। প্রসিকিউটররা জানান, তারা কাতালান নেতা কার্লেস পুজদামনের বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা (ইএডব্লিউ) ইস্যু করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বর্তমানে পুজদামনের বেলজিয়ামে অবস্থান করা ও আদালতে হাজির হওয়ার সমন উপেক্ষা করায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের কাছে আরও অনুরোধ করা হয়েছে অপর চার সাবেক মন্ত্রীর বিরুদ্ধেও যাতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ মন্ত্রীরাও সমন উপেক্ষা করে আদালতে হাজির হননি। বৃহস্পতিবার হাজার হাজার লোক কাতালোনিয়ার রাজধানী বার্সিলোনা শহরে অবস্থিত আঞ্চলিক পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়। বিক্ষোভকারীরা কাতালান পতাকা বহন করে ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। একই ধরনের বিক্ষোভ কাতালোনিয়ার অন্যান্য শহরেও অনুষ্ঠিত হয়। কাতালোনিয়ার রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সাবেক মন্ত্রীদের আটকাদেশের সমালোচনা করেছেন। বিচারক কারমেন লমালার আদালতে কাতালোনিয়ার সাবেক মন্ত্রীদের মধ্যে নয়জন উপস্থিত হন। ১৪ জন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। বিচারক উপস্থিত হওয়া নয়জন মন্ত্রীর মধ্যে আটজনকে আটকাদেশ দেন। তিনি জানান, তা না হলে এ মন্ত্রীরা দেশ ছেড়ে চলে যাবেন অথবা প্রমাণ ধ্বংস করবেন। আদালতে উপস্থিত হওয়া নয়জন মন্ত্রী হলেন সাবেক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ওরিওল জানকুইয়ারাস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাউল রোমেভা, সাবেক বিচারমন্ত্রী কার্লেস মুনদো, সাবেক শ্রমমন্ত্রী ডোলোরস বাসা, সাবেক সরকারের প্রেসিডেন্সি কাউন্সিলর জরদি টুরুল, সাবেক সাসটেইনেবল ডেভেলপমেন্ট মন্ত্রী জোসেপ রুল, সাবেক সংস্কৃতিমন্ত্রী মেরিটেক্সেল বোরাস, সাবেক বাণিজ্যমন্ত্রী সান্তি ভিলা। সর্বশেষ শুক্রবার অর্থাৎ যেদিন স্বাধীনতার দাবিতে কাতালান পার্লামেন্টে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় তার আগের দিন সাবেক বাণিজ্যমন্ত্রী সান্তি ভিলা পদত্যাগ করেন। এজন্য বাণিজ্যমন্ত্রীকে জামিন দেয়া হয়েছে।প্রসিকিউটররা স্পেনের সুপ্রীমকোর্টের বিচারকের কাছে পুজদামনসহ অপর চার মন্ত্রীর বিরুদ্ধে ইএডব্লিউ জারি করারও আবেদন জানিয়েছেন। যাদের বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয় তাদের মধ্যে রয়েছেন কাতালান স্বাধীনতাকামী নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদামন, সাবেক কৃষিমন্ত্রী মেরিটেক্সেল সিরিট, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যান্টোনি কোমিন, সাবেক শিক্ষামন্ত্রী ক্লারা পোনসাতি। কাতালান পার্লামেন্টের এ পাঁচজন উর্ধতন নেতার সঙ্গে স্পীকার কারমি ফোরকাডেলের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। তবে সংসদীয় দায়মুক্তি থাকার কারণে এ মামলাটি সুপ্রীমকোর্ট বিচার করবে। এজন্য হাইকোর্টের শুনানি ৯ নবেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। বেলজিয়ামের গোপন স্থান থেকে কাতালান টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে পুজদামন সাবেক মন্ত্রীদের আটকাদেশকে গণতন্ত্রের মৌলিক নীতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি মন্ত্রীদের ও ভাইস প্রেসিডেন্টের মুক্তি দাবি করেছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এক ক্যাফে থেকে পুজদামন বলেন, ন্যায়বিচারের নিশ্চয়তা না দেয়া পর্যন্ত আমি স্পেনে ফিরে যাব না। তবে তিনি তার সুস্পষ্ট দাবি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেননি। এদিকে ইফি সংবাদ সংস্থার বরাতে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পর আইন কার্যকরে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। পুজদামনের আইনজীবী জানিয়েছেন, স্পেনের পরিস্থিতি এ মুহূর্তে ভাল নয়। তাই তার মক্কেল কিছুটা দূরত্ব বজায় রাখতে চান। পুজদামন স্পেন ও বেলজিয়ামের কর্তৃপক্ষকে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন। স্বাধীনতা ঘোষণা করা নিয়ে পুজদামনকে এখন বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। কেননা সঙ্কট মোকাবেলায় তিনি ব্যর্থ হয়েছেন বলে অন্যান্য কাতালান রাজনীতিবিদের সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তাকে। সদ্য বিলুপ্ত পার্লামেন্টে বামপন্থীদের ডেপুটি জোয়ান জোসেপ নুয়েট পুজদামনের সমালোচনা করে পরিস্থিতি আরও বিব্রতকর করে তুলছেন। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সঙ্কটের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। এতে কাতালোনিয়ার অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে। প্রথমদিকের সংখ্যাগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়, চলমান সঙ্কটে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পেনের সুপ্রীমকোর্টের বিচারক যদি ইএডব্লিউ জারি করেন তাহলে তা যথাযথ প্রক্রিয়ায় বেলজিয়ামে পাঠানো হবে। বেলজিয়ামের প্রসিকিউটররা গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সঠিক কাঠামো নির্ধারণ করবেন। পরবর্তী ১৫ দিনের মধ্যে পুজদামনসহ অপর চারজনকে গ্রেফতার করবে তারা। যদি এদের মধ্যে এক অথবা সবাই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপীল করে তাহলে প্রক্রিয়াটি শেষ হতে আরও ১৫ দিন লাগবে। গ্রেফতারের পর বেলজিয়ামের সর্বোচ্চ ৬০ দিন লাগবে পুজদামনসহ অপর মন্ত্রীদের স্পেনের কাছে হস্তান্তর করতে। কোন যৌক্তিক কারণ দেখাতে না পারলে অভিযুক্তদের কয়েকদিনের মধ্যে স্পেনে পাঠিয়ে দেয়া হবে। ইউরোপের যে কোন দেশ এ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখে যদি হস্তান্তর প্রক্রিয়া শুরুর পর অভিযুক্তদের মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা দেখা দেয়। রাজনীতি, ধর্ম অথবা বর্ণের ভিত্তিতে এ হস্তান্তর প্রক্রিয়া প্রত্যাখ্যান করা হয়ে থাকে। আরও দেখা হয় যে, অভিযুক্তরা ন্যায়বিচার পাবে কি-না এ বিষয়টি। ইইউ তালিকাভুক্ত ৩২টি অপরাধের বিষয়ে একটি চুক্তি রয়েছে, যা ইএডব্লিউর আর্টিক্যাল টুতে উল্লেখ করা আছে। এতে বলা আছে, যদি কোন অভিযুক্ত উভয় দেশে একই ধরনের অপরাধ না সংঘটিত করে তাহলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো যাবে না। অন্যথায় যে কোন অপরাধীকে ন্যায়বিচারের স্বার্থে হস্তান্তর করা হবে। আইনটিতে প্রদত্ত শাস্তি তিন বছরের জেল দেয়ার বিধান রাখা হয়েছে। যা হোক, কাতালান নেতাদের বিরুদ্ধে করা স্প্যানিশ সরকারে রাষ্ট্রদ্রোহ অথবা বিদ্রোহ এ দুটো অভিযোগ তালিকায় নেই। গত ১ অক্টোবর কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজন করা নিয়ে স্পেনে সাংবিধানিক সঙ্কট শুরু হয়েছে। এ গণভোটকে সাংবিধানিক আদালত অবৈধ ঘোষণা করেছে। কাতালান সরকার জানায়, ৪৩ শতাংশ ভোটার গণভোটে অংশ নেয়, যাদের মধ্যে ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। সাংবিধানিক সঙ্কট ঘনীভূত হওয়ার প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালোনিয়ায় কেন্দ্রের সরাসরি শাসন জারি করেন। পাশাপাশি তিনি আঞ্চলিক পার্লামেন্ট ভেঙ্গে দেন ও ২১ ডিসেম্বর স্থানীয় নির্বাচনের ডাক দেন। এর পরই উত্তর-পূর্বাঞ্চলীয় প্রাচুর্যপূর্ণ এলাকা কাতালানের পার্লামেন্ট সদস্যরা স্বাধীনতার ঘোষণা দেন।
×