ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেলহত্যা দিবসে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি

প্রকাশিত: ০৫:৪২, ৪ নভেম্বর ২০১৭

জেলহত্যা দিবসে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি

বিশেষ প্রতিনিধি ॥ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় ৩ নবেম্বর জেলহত্যা দিবসে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এটি। শুক্রবার নিজের ফেসবুক এ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে সোহেল তাজ এ দাবি জানান। শাহজালালে সোনাসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লাখ টাকার সোনাসহ মালয়েশিয়া থেকে আসা যাত্রী মুহাম্মদ মিজান আহম্মদকে (৪০) গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুক্রবার সকালে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা কুমিল্লার মুহাম্মদ মিজান আহম্মদের শরীর থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। স্বর্ণগুলো তিনি পায়ুপথে বহন করছিলেন। শুল্ক গোয়েন্দার কাছে গোপন তথ্য থাকায় ওই যাত্রীর ওপর বিশেষ নজরদারি রাখা হয়। এর পর শাহজালালে অবতরণের পর কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রীন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা। কিন্তু তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন।
×