ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ অটো বন্ধ করে নতুন নামানোর দাবি

প্রকাশিত: ০৫:৪২, ৪ নভেম্বর ২০১৭

ঝুঁকিপূর্ণ অটো বন্ধ করে নতুন নামানোর দাবি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ও চট্টগ্রামের মেয়াদ উত্তীর্ণ লক্কড় ঝক্কড় অটোরিক্সা বাতিলের দাবি জানিয়েছেন চালকরা। তারা মেয়াদ উত্তীর্ণ অটোরিক্সা রাস্তায় ‘বোমার সমতুল্য’ দাবি করে দ্রুত সড়ক থেকে এসব গাড়ি বাতিলের দাবি জানান। শুক্রবার জাতীয় প্রেসক্লাসের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ঐক্যপরিষদ এই কর্মসূচীর ডাক দেয়। মানববন্ধন থেকে মেয়াদ উত্তীর্ণ ‘লক্কড়-ঝক্কড় অটোরিক্সা’ বাতিল ছাড়াও নতুন পাঁচ হাজার অটোরিক্সা নামানোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, নয় বছর মেয়াদের ১৩ হাজার অটোরিক্সা এখন ১৫ বছর ধরে রাজধানীর রাস্তায় চলছে। মালিকপক্ষ এই গাড়ির মেয়াদ আরও বাড়ানোর পাঁয়তারা করছে। এতে যাত্রী ও চালকের ঝুঁকি বাড়বে। কোন অবস্থাতেই এসব গাড়ির মেয়াদ বাড়ানো যাবে না। তারা বলেন, মেয়াদ শেষ হওয়ার আগে আগে মালিক সমিতির পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হয়। সরকারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে মেয়াদ বাড়ানো হচ্ছে বারবার। সরকারের কাছে বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় মালিক সমিতির অনৈতিক দাবি বারবার মানছে। কিন্তু যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা কেউ ভাবছে না। চালকদের অভিযোগ, সর্বশেষ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষে অটোরিক্সার মেয়াদ বাড়ায় সরকার। কিন্তু বাস্তবতা হলো অনেক অটোরিক্সা পরীক্ষা না করিয়ে দিব্যি চলাচল করছে। মেয়াদ শেষ হওয়ার কারণে অটোরিক্সাগুলোর মধ্যে অনেকগুলো এখন চলাচলের অনুপযোগী।
×