ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢামেকে জরুরী বিভাগের গেটের সামনে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৫:৪১, ৪ নভেম্বর ২০১৭

ঢামেকে জরুরী বিভাগের গেটের সামনে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের গেটের সামনের ফুটপাথের দুই পাশের অবৈধ দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার সকালে ফুটপাথে অবৈধভাবে গড়ে ওঠা হোটেল, কনফেকশনারি, প্লাস্টিকসামগ্রী, বালিশ, মাদুর, ফল, চা-পানসহ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাথে কাঠ-বাঁশে নির্মিত বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযান সমাপ্তির পর ঢামেক হাসপাতালের আউটডোর থেকে জরুরী বিভাগের শেষ রাস্তা পর্যন্ত দুই পাশের ফুটপাথে উচ্ছেদকৃত দোকানপাটের নির্মাণসামগ্রী মাটিতে পড়েছিল। এদিকে দেরিতে হলেও জরুরী বিভাগের ঠিক বিপরীত দিকে পুলিশ পরিচালিত মেট্রো কনফেকশনারি বেকারি দোকানটিও এবার উচ্ছেদের আওতায় এসেছে। তবে অন্যান্য দোকান ভেঙ্গে দেয়া হলেও এই দোকানে উচ্ছেদের পরও ভেতরে মালামাল রয়ে গেছে। এছাড়া দোকানের সাইনবোর্ড খুলে নিচ্ছেন কয়েক তরুণ। ফুটপাথের ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার উচ্ছেদ হলে আগামী দু-একদিনের মধ্যেই আবার তারা দোকান বসাতে পারবেন। এ ধরনের উচ্ছেদ খেলা কিছুদিন পর পরই চলে। উচ্ছেদের ফলে লাভ হয় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।
×