ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাতার পোশাক!

প্রকাশিত: ০৪:৫০, ৪ নভেম্বর ২০১৭

কলাপাতার পোশাক!

মালয়েশিয়ার সুন্দরী সামান্থা কেটি জেমস এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এক বিশেষ ধরনের পোশাক পরে দেশের প্রতিনিধিত্ব করবেন। তার জন্য সে দেশের জাতীয় খাবারের ওপর ভিত্তি করে এক অভিনব পোশাক তৈরি করা হয়েছে। মালয়েশীয় সৌন্দর্য প্রতিযোগিতার উদ্যোক্তারা চলতি সপ্তাহে সেই গাউনটি জনসমক্ষে প্রকাশ করেছেন। পোশাকটি পরেই সামান্থা কেটি জেমস এ মাসে লাস ভেগাসে মিস ইউনিভার্স ফাইনালে লড়বেন। পোশাকটি তৈরি হয়েছে মালয়েশিয়ার জাতীয় খাবার নাসি লেমাকের রেসিপি অনুসরণ করে। এই নাসি লেমাক আসলে কী? এটা হলো নারিকেলের দুধে জারিত ভাত, যার সঙ্গে থাকে ডিমভাজা, শশার টুকরো, ছোট ছোট এ্যানচোভি মাছভাজা, বাদাম কিংবা বড়সড় একদলা ‘সাম্বল’ বা বাটা মশলার মতো নানান উপাদান। মালয় ভাষায় নাসি লেমাক কথাটার অর্থ হলো ‘মোটা ভাত’। সাধারণত এই পদটি কলাপাতায় মুড়ে পরিবেশন করা হয়। আর খাওয়া হয় সকাল বেলা। কিন্তু নাসি লেমাকের পোশাক পরার সময় যে বিরাট সাবধানতা অবলম্বন করতে হবে, সে কথা বলাই বাহুল্য। বস্তুত মিস ইউনিভার্স মালয়েশিয়াকে যখন এই পোশাকটি পরিয়ে কুয়ালালামপুরের সাংবাদিক সম্মেলনে হাজির করানো হয়, তার গাউনের সঙ্গে যুক্ত কলাপাতার ডানাগুলো যাতে ভেঙ্গে না যায় সে জন্য অত্যন্ত সাবধানে তাকে পা ফেলতে হচ্ছিল। উদ্যোক্তারা জানান, এই পোশাক তৈরি করতে চার শ’ ঘণ্টারও বেশি সময় লেগেছে। তাদের মতে, এই অভিনব পোশাকটি যেমন চোখের আরাম, তেমনি অন্য সব ইন্দ্রিয়ের জন্যও দারুন তৃপ্তিদায়ক। প্রতিবছর মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পোশাক বিভাগে অংশগ্রহণকারীদের নানা বিচিত্র পোশাকে আসতে দেখা যায়, সেটা ঠিকই। কিন্তু মালয়েশিয়ার লোকজন, যারা সামান্তা কেটি জেমসকে এ সপ্তাহে ফেসবুক লাইভে দেখছিলেন, তারাও তাকে এই নাসি লেমাক পোশাকে দেখে যে হতবাক বনে যান। সোশ্যাল মিডিয়াতে তাদের নানা প্রতিক্রিয়ায় দেখা গেছে সেই চরম বিস্ময়ের প্রতিফলন। নাসি লেমাক পোশাক ব্যাপারটা সম্পূর্ণ নতুন হলেও এর আগে নাসি লেমাক পিৎজা বা নাসি লেমাক আইসক্রিমের কথা দেশটির লোকজন শুনেছেন, কেউ কেউ তা চেখেও দেখেছেন। এ বছরের গোড়ার দিকে সিঙ্গাপুরে ম্যাকডোনাল্ডস ‘নাসি লেমাক বার্গার’ নামে নতুন এক ধরনের বার্গারও চালু করেছে। -দি স্ট্রেইট টাইমস অবলম্বনে।
×