ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার গাড়ি বহরে হামলা॥ গ্রেফতার আরও ৩

প্রকাশিত: ০৪:৪৯, ৪ নভেম্বর ২০১৭

খালেদার গাড়ি বহরে হামলা॥ গ্রেফতার আরও ৩

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৩ নবেম্বর ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে পেট্রোলবোমা হামলার ঘটনায় শুক্রবার বিকালে পুলিশ আরও তিনজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হলো। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী জানান, বৃহস্পতিবার ছাত্রদল নেতা নুরের সালাম মিলন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তার স্বীকারোক্তিতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তার দেয়া তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ অবস্থায় সন্দেহজনক অনেককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মূল আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছে। গত ৩ দিনে যাদের গ্রেফতার করা হয়েছে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে। রবিবার আদালতে তাদের রিমান্ডের আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত গ্রেফতারকৃত ২২ জনের মধ্যে তিনজন মামলার এজাহারভুক্ত আসামি। গত মঙ্গলবার বেগম খালেদা জিয়া চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে তার গাড়িবহরের পেছনে পেট্রোলবোমা হামলা ও আগুনে ২টি বাস পুড়ে যায়। এ ঘটনায় বুধবার বিকালে ফেনী থানার এসআই নূরউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জন ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। এ ঘটনা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করে সংবাদ সম্মেলন করে।
×