ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আয়কর পরিশোধ করুন, নিরুদ্বেগ থাকুন॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:৪৮, ৪ নভেম্বর ২০১৭

আয়কর পরিশোধ করুন, নিরুদ্বেগ থাকুন॥ এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, সংস্থার নীতি হচ্ছে পে ট্যাক্স এন্ড রিলাক্স। অর্থাৎ, ‘আয়কর পরিশোধ করুন, নিরুদ্বেগ থাকুন।’ নগরীর জিইসি কনভেনশন হলে সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনে পরিদর্শনে এসে শুক্রবার একথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আমরা দেশ সেরা আয়কর দাতাদের সম্মানিত করে যাচ্ছি। ট্যাক্স কার্ড প্রদান এরই প্রমাণ বহন করে। এনবিআর দেখছে একটি পরিবার গত ৫৮ বছর ধরে ট্যাক্স দিচ্ছে। তাছাড়া এমন পরিবারও আছে যারা গত চল্লিশ বছর ধরে ট্যাক্স দিয়ে যাচ্ছে। এনবিআর এদের কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। নজিবুর রহমান বলেন, নৌ-মন্ত্রণালয়কে নিয়ে এনবিআর নিয়ে চিন্তা ভাবনা করছে। ওর মধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দর রয়েছে। এ বন্দর নিয়ে আগামী এক শ’ বছরে কি জাতীয় উন্নয়ন হবে তার একটি রূপরেখা প্রণয়নের চিন্তা করা হচ্ছে। ভোক্তাদের কাছ থেকে আদায়যোগ্য ভ্যাট ৭ শতাংশে নামিয়ে আনার যে দাবি উঠেছে, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। চট্টগ্রামের এ কর মেলা পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, কর কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক মাহবুব হোসেন।
×