ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:৩৪, ৪ নভেম্বর ২০১৭

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল অস্ট্রেলিয়া

কূটনৈতিক রিপোর্টার ॥ জঙ্গী হামলার পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য থাকার কথা বলে বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে দেশটি। শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স এ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ সন্ত্রাসী হামলার বড় ধরনের হুমকিতে রয়েছে। যেসব অস্ট্রেলীয় নাগরিক এখন বাংলাদেশে আছেন, তাদের সতর্ক থাকতে হবে এবং চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে নিতে হবে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা। আর যারা বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে ওই ট্রাভেল এ্যাডভাইজরিতে। ঠিক কী ধরনের তথ্যের ভিত্তিতে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের এই সতর্কবার্তা দিয়েছে, তা স্পষ্ট করেনি ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স এ্যান্ড ট্রেড। সতর্কবার্তায় তারা গতবছর পহেলা জুলাই ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলা এবং গত মার্চে শাহজালাল বিমানবন্দরের সামনে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টিও উল্লেখ করেছে।
×