ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেওয়ান নাজমুলের ধারাবাহিক ‘দুয়োরানী সুয়োরানী’

প্রকাশিত: ০৪:০০, ৪ নভেম্বর ২০১৭

দেওয়ান নাজমুলের ধারাবাহিক ‘দুয়োরানী সুয়োরানী’

স্টাফ রিপোর্টার ॥ পোশাকী ছবি হারিয়ে গেলেও এবার নির্মিত হতে যাচ্ছে পোশাকী নাটক। দাদা-দাদির কাছে শুনতে পাওয়া চাঁদনী রাতের সেই গল্প নিয়ে এবার প্রখ্যাত পরিচালক দেওয়ান নাজমুল নির্মাণ করতে যাচ্ছেন ফোক ফ্যান্টাসির এক দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দুয়োরানী সুয়োরানী’। গল্পটির ভাবনা ও নির্মাণ কৌশলী দেওয়ান নাজমুল। আবহ সঙ্গীত আলাউদ্দিন হক। এমপ্যাথীর প্রডাকশন হাউসের প্রযোজনায় ‘দুয়োরানী সুয়োরানী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- ইলিয়াস কাঞ্চন, চম্পা, ঈশানা, আশিক চৌধুরী, চৈতী, অরিন, ফাহিম চৌধুরী, বড়দা মিঠু, সাজিয়া ঋতু, কাজী উজ্জ্বল, আমিন সরকার, শিশির, শিখা কর্মকার, অলোকা সরকার, উত্তম অধিকারী, রেজাউর রহমান রিজভী, সাজু আহমেদ, নিথর মাহবুব, মাসিদ রন, আকাশ নিবিড়, কাজল মজুমদার, অঞ্জলী, রোমিও, সায়লা ইসলাম, ইশরাত জাহান, আশা মনি, তিনু, স্বপ্নিল, সেজুতি, প্রিন্স, এস আই ফারুক প্রমুখ। গল্পের প্রয়োজনে ক্রমান্বয়ে দেশের জনপ্রিয় অনেক তারকার উপস্থিতি ঘটবে এ ধারাবাহিকে। একটি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়। গাজীপুরের গহীন অরণ্যে হাজার পর্বের এ নাটকের বিশাল টিম নিয়ে ২ নবেম্বর থেকে শুভসূচনা হয়েছে। এ অরণ্যেই আসবে রাক্ষসপুরীর ঘিটঘিটি, শাহাজাদা সুহাবুদৌল্লাহ আর শাহজাদী গুলবাহার। গল্পটির কাহিনী অনেক দীর্ঘ হওয়ায় সার সংক্ষেপ তুলে ধরা না গেলেও আম জনতার জানা চলচ্চিত্র ‘সুয়োরানী দুয়োরানী’ গল্পের ছায়া অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে বিগ বাজেটের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দুয়োরানী সুয়োরানী’- এমনটাই জানালেন পরিচালক। যেখানে সব নির্মাতা স্বল্প বাজেটের নাটকের দিকে ঝুকছেন ঠিক সেসময় এতো বিগ বাজেটের ধারাবাহিক নির্মাণের উদ্যোগ নেয়া প্রসঙ্গে পরিচালক দেওয়ান নাজমুল বলেন- বিদেশী চ্যানেল বন্ধ নয়। বরং বিদেশী চ্যানেল থেকে দর্শকদের দেশীয় চ্যানেলে ফিরিয়ে আনার ক্ষুদ্র চেষ্টা আমার। দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কারণে এমন গল্প লেখা আর রূপান্তর করে প্রচারের লক্ষ্য নিয়ে এ ধারাবাহিক নাটকটি নির্মাণ করতে যাচ্ছি।
×