ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ০৮:০৮, ৩ নভেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ পুলিশে ডোপ টেস্ট শুরু হয়েছে। এই পরীক্ষায় মাদক সেবন করে ধরা পড়ায় দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। শৃঙ্খলা বাহিনী পুলিশে মাদক সেবনকারীদের চিহ্নিত করতে দেশে এটিই প্রথম উদ্যোগ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, জেলাতে অপরাধের সাঙ্গে যেই যুক্ত হোক, তার কোন ছাড় নেই। ইতোমধ্যে পুলিশ লাইন্সে মেডিক্যাল ল্যাবে টোপ টেস্ট চালু করা হয়েছে। যেখানে মাদক সেবনের পরীক্ষা (ডোপ টেস্ট) করা হয়। জেলা পুলিশের কর্মরত সন্দেহজনক পাঁচ পুলিশ সদস্যকে পরীক্ষাগারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুইজন মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×