ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলাচিপায় রাস্তার গাছ কাটলেন ইউপি সদস্য

প্রকাশিত: ০৫:৫৬, ৩ নভেম্বর ২০১৭

গলাচিপায় রাস্তার গাছ কাটলেন ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় সরকারী রাস্তার দুপাশ থেকে গাছ কেটে পাচার করার সময়ে স্থানীয় প্রশাসন তা আটক করেছে। স্থানীয় ইউপি মেম্বার এ গাছ কেটে অন্যত্র পাচার করছিল। ঘটনাটি ঘটেছে গলাচিপা-রাঙ্গাবালী সামুদাবাদ সড়কের বোয়ালিয়া খেয়াঘাট সংলগ্ন রাস্তায়। এলাকাবাসী জানায়, গলাচিপা সদর ইউনিয়নের মেম্বার ও বিএনপি নেতা সাহা পন্ডিত বৃহস্পতিবার সকালে ভাড়াটে লোকজন নিয়ে গলাচিপা-রাঙ্গাবালী সামুদাবাদ সড়কের দুপাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) লাগানো ১৯টি মেহগনি গাছ কেটে ফেলে এবং কাটা গাছগুলো একটি ভাড়া গাড়িতে তুলে অন্যত্র পাচার করে। কয়েক প্রত্যক্ষদর্শী জানান, গাছগুলো অনেক আগে লাগানো হয়েছিল। ইতোমধ্যে গাছগুলো বেশ দামী হয়ে উঠেছিল। ওই গাছগুলো সাবাড় করার জন্য ওই মেম্বার বেশ কিছুদিন ধরে পাঁয়তারা করছিলেন। ওই এলাকার বাসিন্দা মিলটন তালুকদার জানায়, ২০/২২ বছর আগে এলজিইডি এ রাস্তার দুই পাশে গাছগুলো লাগিয়েছিল। এ বিষয়ে ইউপি সদস্য সাহা পন্ডিত জানান, তিনি রাস্তার মেহগনি গাছ কাটেননি। রাস্তার পাশে তার লাগানো রেইনট্রি গাছ কেটেছেন। এদিকে সরকারী রাস্তার গাছ লোপাটের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গলাচিপা পৌর এলাকার উদয়ন স্কুলের সামনে থেকে পাচারকালে ৮টি বড় গাছসহ টমটম গাড়ি আটক করেছেন।
×