ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কঠিন চীবর দান উৎসব শুরু

প্রকাশিত: ০৫:৫২, ৩ নভেম্বর ২০১৭

কঠিন চীবর দান উৎসব শুরু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২ নবেম্বর ॥ পার্বত্য অঞ্চলে ২দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দান’ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল থেকে রাজবন বিহারে শুরু হয়েছে। বৌদ্ধ ধর্মীয় শাস্ত্র মতে, গৌতম বুদ্ধের অনুসারী মহা উপাসিক বিশাখা কর্তৃক প্রবর্তিত রীতি অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা করে সেই সুতা সিদ্ধ ও রং করা এবং সুতা টিয়ানো, শুকানো, সুতা তুম ও নলীতে ভরা, বেইন টানা-বেইন বুননের মধ্য দিয়ে সারারাত অতিক্রম করে দায়ক-দায়িকারা এই চীবর (কাপড়) প্রস্তত করে বৌদ্ধ ভিক্ষুকে দান করাকে কঠিন চীবর দান বলে। খুব কষ্টদায়ক এই কাজ শুধু পার্বত্যাঞ্চলে করা হয়ে থাকে। ১৫ মাদক বিক্রেতার আত্মসমর্পণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ১৫ মাদক বিক্রেতা ও মাদকসেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এসপি মিজানুর রহমানের কাছে তারা আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার জানান, এ ১৫ জন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও মাদকসেবনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে থানায় অভিযোগ রয়েছে। এখন থেকে তারা আর মাদক বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেছেন। মাদকের কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে পুলিশ তাদের স্বাগত জানাবে।
×