ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৫:৫২, ৩ নভেম্বর ২০১৭

টুকরো-খবর

২৪ লাখ টাকাসহ নিরাপত্তা কর্মী আটক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ নবেম্বর ॥ সদর উপজেলা থেকে ২৪ লাখ ৫৪ হাজার টাকাসহ জামির হোসাইন নামের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। মানি প্ল্যান্ট নামের ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করত সে। সোমবার ওই প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাত করে জামির। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় সদর উপজেলার কানাইপুর বাজারের জাহাঙ্গির টাওয়ারের সামনে থেকে ওই নিরাপত্তাকর্মীকে স্থানীয় কয়েক যুবক আটক করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ জানায়, সোমবার বিকেলে ঢাকার ভাটারা এলাকার মানি প্ল্যান্ট নামের একটি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের ২৪ লাখ ৬০ হাজার টাকা আত্মসাত করে জামির।সে ঢাকা থেকে নিজ বাড়ি সালথা উপজেলার দরজা পুরুয়া গ্রামে যাচ্ছে বলে খবর পায় ডিবি পুলিশ। জামির ওই গ্রামের আব্দুল সালাম মোল্যার পুত্র। এ সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল কানাইপুরে অবস্থান করে স্থানীয়দের সহযোগিতায় জামিরকে ২৪ লাখ ৫৪ হাজার টাকাসহ আটক করে। হামলায় আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ নবেম্বর ॥ কালিহাতীতে মাদক বিক্রেতার হামলায় আহত যুবক আব্দুর রশিদ ঠান্ডু (৩৫) বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন মারা গেছেন। এ ঘটনায় খলিল নামে একজনকে মধুপুর থেকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। এ বিষয়ে নিহতের মা রাশেদা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আব্দুর রশিদ ঠান্ডু উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। এলাকাবাসী হামলাকারী ন্যাংড়া খলিলের ফাঁসি দাবি করেছে। জানা যায়, গত রবিবার দুপুর ১২টায় কলেজ রোডে রেজিস্ট্রি অফিস সংলগ্ন সড়কে ন্যাংড়া খলিল ঠা-ুর মাথা ও মুখে আঘাত করলে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্বজনরা তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন ঠা-ুর মৃত্যু হয়। না’গঞ্জে আনন্দ মিছিল স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐহিত্য হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত করায় নারায়ণগঞ্জে জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আনন্দ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা কমিটির সভাপতি আনিসুর রহমান দীপু। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, আসাদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, নুরুল হুদা, সেলিনা ইয়াছমিন, আনোয়ার, ফজলে রাব্বি প্রমুখ। নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে এক কিশোর মারা গেছে। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। নিহতের নাম দীপু (১৭)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকার মোশারফ হোসেনের ছেলে। গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন জানান, বুধবার দুপুরে দীপুসহ স্থানীয় ৪ কিশোর বাইমাইল এলাকার বিলে মাছ ধরতে যায়। সেখানে সাতার কাটার একপর্যায়ে দীপু পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গী অপর ৩ কিশোর খোঁজাখুঁজি করেও দীপু সন্ধান না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে দীপুর পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাতে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরদিন বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ঢাকা সদর দফতর থেকে আসা ডুবুরিরা ফের তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে দীপুর লাশ উদ্ধার করে। সিরাজগঞ্জে তুলা ফ্যাক্টরিতে আগুন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকায় তালুকদার ট্রেডার্স তুলা ফ্যাক্টরিতে অগ্নিকা- ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরি মালিক দাবি করেছেন। তুলা ফ্যাক্টরির মেশিনারিজ যন্ত্রাংশ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। কালিহাতী নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামে বৃহস্পতিবার সকালে দুটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পনেরো লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছে। টাঙ্গাইল ও ভূঞাপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউনের মালিক গিয়াস উদ্দিন ও লেবু মিয়া জানান, শীতের জন্য লেপ ও তোষক তৈরি করার জন্য তারা প্রায় পনেরো লক্ষাধিক টাকার মাল মজুদ করে রেখেছিলেন। আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। এখন তাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। হবিগঞ্জ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, বৃহস্পতিবার ভোরে অগ্নিকান্ডে নিজামপুর বাজারের ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। আগুনে ঝলসে যাওয়া গুরুতর আহত শামছু উদ্দিন মিয়াকে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারে ভোরের দিকে কম্পিউটার ব্যবসায়ী শামছু মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্তদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২ নবেম্বর ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে আল আমিন (২৭) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে গদারবাগ এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।গদারবাগ এলাকায় নূরু মিয়ার নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন আল আমিন। বেলা ১১টার দিকে বাড়ির ছাদে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নীলফামারীতে ছাত্র স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বিদ্যুতপৃষ্ট হয়ে আবু ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পৌরসভা এলাকার চার নম্বর ওয়ার্ডের চিলামুরি আদর্শপাড়া গ্রামে। আবু ইসলাম ওই গ্রামের কায়িক শ্রমিক গোলাম মোস্তফার ছেলে হারোয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
×