ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁধ দেয়া নিয়ে দ্বন্দ্বের জের

নিকলীতে ইজারাদার-জনতা সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ছয়

প্রকাশিত: ০৫:৪৯, ৩ নভেম্বর ২০১৭

নিকলীতে ইজারাদার-জনতা সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ছয়

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২ নবেম্বর ॥ জেলার নিকলীতে ভাসমান পানিতে পাটিবাঁধ দেয়াকে কেন্দ্র করে ইজারাদার ও জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইজারাদার বাহিনীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে কৃষক ও এক স্কুলছাত্রসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলো-কৃষক বাচ্চু মিয়া, ইয়ারোক মিয়া, আঃ বারিক, নাজমুল ও স্কুলছাত্র রাব্বিল। তাদের মধ্যে গুরুতর নাজমুলকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দামপাড়া নোয়াপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দামপাড়া ছাকি ডুয়ার নামের বিল নোয়াপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি ইজারা নেয়। বিলটির আয়তন ৪৮ একর হলেও ইজারাদার বাহিনী হাওড়ের কয়েক হাজার একর নিয়ে তাদের আধিপত্য বিস্তার করে। ঋতুভিত্তিক মৎস্যজীবীদের ভাসমান পানিতে তারা জেলেদের মাছ ধরতে নিষেধ করে। এছাড়া ইজারাদার নির্ধারিত চাঁদা পরিশোধ না করলে বিশাল হাওড়ে মাছ ধরতে গেলে জেলেদের ওপর নির্যাতন চালানো হয়। বৃহস্পতিবার সকালে পাটিবাঁধ দেয়ার খবর পেয়ে এলাকার শত শত কৃষক হাওড়ে যাওয়ার পথে নোয়াপাড়ার দক্ষিণে পৌঁছলে ইজারাদার বাহিনী কৃষকদের বাধা দেয়। এক পর্যায়ে ইজারাদার বাহিনীর ৪০-৪৫ জন আগ্নেয়াস্ত্র সজ্জিত দলটি এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে কৃষকদের মধ্যে বাচ্চু মিয়া, ইয়ারোক মিয়া, আঃ বারিক, নাজমুল ও স্কুলছাত্র রাব্বিলসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়।
×