ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রিপোর্ট দেয়ার নির্দেশ মন্ত্রীর

প্রকাশিত: ০৫:৪৮, ৩ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রিপোর্ট দেয়ার নির্দেশ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর জলাবদ্ধতা নিরসনে একনেকে অনুমোদিত ৫ হাজার ৬১৬ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। এই মহাপ্রকল্প যেন সুচারুভাবে সম্পাদনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান হয় সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে অভিমত দেন তিনি। মন্ত্রী এ লক্ষ্যে আগামী একসপ্তাহের মধ্যে ভাল-মন্দ জানাতে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি মেয়রকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে এত বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি যেন না থাকে সে বিষয়ে তিনি সতর্ক করে দেন। চসিক মেয়র সংবাদ মাধ্যমকে জানান, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গৃহীত মেগা প্রকল্পে পজেটিভ এবং নেগেটিভ দিক স্টাডি করে আগামী একসপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠাতে বলেছেন মন্ত্রী। রিপোর্টটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে। মেয়র জানান, চট্টগ্রামের উন্নয়নে চলমান প্রকল্প এবং ভবিষ্যত পরিকল্পনাগুলো স্থানীয় সরকারমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দর সড়কের সম্প্রসারণ এবং উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ সড়কটি চারলেনে উন্নীত করা খুবই প্রয়োজন। উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে দূরীকরণের লক্ষ্যে ৫ হাজার ৬১৬ কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পের আওতায় ৩৬ খাল খনন, খাল সংস্কার, সড়ক সম্প্রসারণসহ অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে। সরকারের পক্ষ থেকে চট্টগ্রামের সকল সেবা সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।
×