ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পর্যটক ও পুণ্যার্থীর ভিড়ে মুখরিত সুন্দরবনের রাস উৎসব

প্রকাশিত: ০৫:৪৮, ৩ নভেম্বর ২০১৭

পর্যটক ও পুণ্যার্থীর ভিড়ে মুখরিত সুন্দরবনের রাস উৎসব

বাবুল সরদার, বাগেরহাট ॥ সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ১৩৪ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। তিনদিনে এই উৎসব ও মেলা চলবে ৪ নবেম্বর পর্যন্ত। এদিন পুণ্যস্নানের মধ্যদিয়ে রাস উৎসবের শেষ হবে। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে এই রাস উৎসব হয়ে আসছে। বুধবার রাত থেকে সেখানে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে দেশী-বিদেশী হাজার হাজার পর্যটক ও পুণ্যার্থীর আসতে শুরু করেছেন। এবারও লক্ষাধিক লোকের সমাগম হবে বলে রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সোমনাথ দে আশা করেন। রাস উৎসব ও মেলা উপলক্ষে সেখানে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী ও বনবিভাগের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানিয়েছেন। রাস উৎসবের জন্য সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগে মোট আটটি প্রবেশ পথ নির্ধারণ করেছে বনবিভাগ। প্রবেশপথগুলো হলো ঢাংমারী, বগী, কচিখালী, শরণখোলা স্টেশন, বুড়িগোয়ালিনি, কৈখালী, কয়রা কাশিয়াবাদ এবং নলিয়ান। এসব স্থান থেকে বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করা যাবে।
×