ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সিটি মেডিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৮, ৩ নভেম্বর ২০১৭

গাজীপুরে সিটি মেডিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে সিটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অন্য মেডিক্যাল কলেজে মাইগ্রেশনের দাবিতে এবং কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ, সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। ওই দাবিতে তারা প্রায় তিন মাস ধরে লাগাতার ক্লাস বর্জন করে আসছে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন ইটাহাটা এলাকাস্থিত সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী কলেজ মাইগ্রেশনের দাবিতে এবং কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর পর্যন্ত তারা বিক্ষোভ ও সমাবেশ করে। শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচী চলাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি পরিদর্শন টিম কলেজ পরিদর্শনে আসে। তারা প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের শর্তপূরণ না হওয়ায় এ কলেজের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম প্রত্যাহারের লক্ষ্যে কলেজ পরির্দশনে আসে এবং প্রায় এক ঘণ্টা অবস্থান করে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করে।
×