ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৭, ৩ নভেম্বর ২০১৭

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলার মহিপুরে বুধবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্বাস আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছে। হত্যাকান্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় মহাসড়কের মহিপুর বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার আব্বাস আলীও ওপর রাত সাড়ে ৯টার দিকে মহিপুর বাজার সংলগ্ন এলাকায় কয়েক যুবক হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। হামলাকারীরা আব্বাসের সঙ্গে থাকা মারুফকেও আহত করে। পুলিশ জানায়, মোবাইল ফোন কেনা বেচা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। শাকিল নামে এক যুবক মারুফের নিকট ২শ’ টাকায় একটি পুরনো মোবাইল ফোন বিক্রি করে। পরে তা ফেরত চাওয়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। হামলাকারীরা ৫ জন ছিল বলে পুলিশ জানায়। হত্যাকা-ের পরে রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মহিপুর কলোনি এলাকা থেকে শান্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে। এদিকে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে এলাকাবাসী আব্বাস হত্যাকান্ডের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। যশোরে স্বাস্থ্যকর্মী স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, চৌগাছায় কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনরত অবস্থায় ইয়াসির আরাফাত পলাশ (৩৫) নামে এক কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার খুন হয়েছেন। খুন করে তার সুজুকি জিকজাক একটি মটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কমিউনিটি ক্লিনিকে চাকুরীর পাশাপাশি তিনি ক্যাবল লাইনের (ডিশ লাইন) ব্যবসা করেন। নিহত পলাশ উপজেলার হাকিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে স্থায়ীভাবে কোটচাঁদপুর উপজেলা শহরে বসবাস করেন। বৃহস্পতিবার দুপুরের কোন এক সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঝালকাঠিতে ছাত্রীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, নলছিটিতে ঝুমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলবুনিয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে। তার পড়ার টেবিল থেকে আত্মহত্যার কারণ সংবলিত একটি চিরকুট উদ্ধার করা হয়। জানায় যায়, নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের আবদুল লতিফ হাওলাদারের মেয়ে রাজাপুরের বড়াইয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ঝুমা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের কাঠিপাড়া এলাকার নান্নু খলিফার ছেলে মুরাদ খলিফার প্রেমের সম্পর্ক ছিল। মুরাদ বিভিন্ন সময় ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে মুরাদ কিশোরীর প্রেম প্রত্যাখ্যান করলে বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঝুমা আক্তার আত্মহত্যার জন্য মুরাদকে দায়ী করে চিরকুট লিখে যান। চিরকুটে লেখা আছে, ‘আমার এই মৃত্যুর জন্য দায়ী মুরাদ খলিফা। ও (মুরাদ) আমারে প্রেমের ফাঁদে ফেলে আমার জীবনটা নষ্ট করে দিছে। ও জোর করে আমার ইজ্জত নষ্ট করছে। মুরাদ কোরআন শরীফ নিয়া কথা দিয়া আমার সবকিছু কেড়ে নিয়া এখন ও সবকিছু অস্বীকার করছে। ফরিদপুরে নারী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের কবীরপুর গ্রামের বাইপাস সড়ক সংলগ্ন একটি ধানক্ষেত থেকে বুধবার সন্ধ্যায় পুলিশ এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই অসীম কুমার বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যায় ওই গ্রামের একটি ধানক্ষেতে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওই নারীর বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। সিলেটে কিশোর স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, বিশ্বনাথে রাকিব আলী (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আল-কিয়ারী গ্রামের আপতাব আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের রামধানা গ্রামের একটি কবরস্থানের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে রাকিব আলী উপজেলার শেখেরগাঁও গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করে আসছেন।
×