ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৫:৪৭, ৩ নভেম্বর ২০১৭

নতুন গবেষণা

ইলেকট্রিক টুথব্রাশ খাওয়ার পর ময়লা দাঁত ও মুখের গন্ধ নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। সমস্যার সমাধান দেবে কনট্রাপশন। আল্ট্রাসনিক ইলেকট্রিক টুথব্রাশটি মুখে ঢোকালেই স্বয়ংক্রিয়ভাবে পেস্ট বের হয়ে মাত্র তিন সেকেন্ডের মধ্যে সব দাঁত পরিষ্কার হবে। মাড়ির আদলে তৈরি ডিভাইসটিতে মোট ২২টি ব্রাশ রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে বাজারে আসবে। সূত্র : ডেইলি মেইল সোলার পেপার বিদ্যুত না থাকলেও সৌরবিদ্যুত কাজে লাগিয়ে ঠিকই স্মার্টফোন চার্জ করে দেবে পাতলা সোলার পেপারটি। এ জন্য সূর্যের সরাসরি আলোও প্রয়োজন নেই, ঘরের ভেতর রাখলেও মাত্র দুই ঘণ্টার মধ্যে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার চার্জ করতে পারে ওজনে হালকা ডিভাইসটি। সূত্র : বিবিসি সেলস্ম্যান রোবট চলতি পথে ডানে-বাঁয়ে থাকা সব পণ্য স্ক্যান করে সেগুলোর সংখ্যা গুনতে পারে রোবটটি। প্রয়োজনের তুায় কোন পণ্য কম বা বেশি থাকলে কর্তৃপক্ষকে জানাতেও পারে। পণ্য ব্যবস্থাপনার উপযোগী রোবটটিতে রয়েছে লম্বা টাওয়ার। এই টাওয়ারটিই মূলত আলো ফেলে শেলফে থাকা পণ্য স্ক্যান করে তথ্য সংগ্রহ করে। ওয়ালমার্ট স্টোরে কাজও শুরু“করেছে ক্যালিফোর্নিয়ার বোসা নোভা রোবটটিকসের তৈরি রোবটটি। সূত্র : সায়েন্স ডেইলি
×