ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছায় রক্তদান

প্রকাশিত: ০৫:৪৬, ৩ নভেম্বর ২০১৭

স্বেচ্ছায় রক্তদান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ নবেম্বর ॥ ‘আমার চক্ষু, রক্তদান দেখবে ভুবন, বাঁচবে প্রাণ’ এ স্লোগানে বৃহস্পতিবার গাইবান্ধায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়। গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। স্থানীয় সদর আধুনিক হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ অমল চন্দ্র সাহা। পরে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুস শাকুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন প্রমুখ। অনুদানের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ নবেম্বর ॥ কেন্দুয়া ও আটপাড়া উপজেলার ৫০ জন অসুস্থ, অসহায় এবং দরিদ্র নারী-পুরুষের মাঝে অনুদানের ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কেন্দুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল তাদের হাতে চেক তুলে দেন। কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মহল্লার উকিলবাড়িতে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া প্রমুখ।
×