ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় মামলা তুলে নিতে মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি

প্রকাশিত: ০৫:৪৩, ৩ নভেম্বর ২০১৭

ভোলায় মামলা তুলে নিতে মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ নবেম্বর ॥ ভোলায় পূর্ববিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান রাকিবুল হাসানকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করার ১৭ দিন পরও আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। উল্টো আসামিরা প্রকাশ্যে রাকিবুল হাসানের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভীতসন্ত্রস্ত অসহায় এ মুক্তিযোদ্ধা পরিবারটি নিরুপায় হয়ে দ্রুত ঘটনার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এ সময় লিখিত বক্তব্যে আহত রাকিবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা ও ভোলার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বলেন, গত ইউপি নির্বাচনে ভোলার আলীনগর ইউনিয়নে তিনি (আবুল হাসেম) মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনের সময় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বশির আহমেদের সঙ্গে তার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুলের বিরোধ বাধে। ওই বিরোধের জের ধরে ১৫ অক্টোবর ভোলার পিটিআইসংলগ্ন জেলা শিক্ষা অফিসের বারান্দায় চেয়ারম্যানের কর্মী হাবিবুল্লাহ সোহেল, ওমর ফারুক, রুবেল, শাহিন, জুয়েল, কবির দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ১৬ অক্টোবর রাকিবুলের পিতা বাদী হয়ে হামলাকারী ছয়জনের বিরুদ্ধে ভোলা থানায় মামলা দায়ের করেন।
×