ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে সমস্যায় জর্জরিত রেলওয়ের এসএই কার্যালয়

প্রকাশিত: ০৫:৪৩, ৩ নভেম্বর ২০১৭

ঈশ্বরদীতে সমস্যায় জর্জরিত রেলওয়ের এসএই কার্যালয়

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে রেলওয়ের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলীর (ক্যারেজ) কার্যালয়টি। দীর্ঘদিন নানাবিধ সমস্যায় হাবুডুবু খেলেও সমাধান করা হচ্ছে না। লোকবল সঙ্কট ও মূল অফিস ভবন জরাজীর্ণ, ফলে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও কোন সমাধান না হওয়ায় দায়িত্বরতরা হতাশা হয়ে পড়েছেন। কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে লোকবল থাকার কথা ১৩২ জন। বর্তমানে রয়েছেন মাত্র ৬৫ জন। গত পাঁচ বছর থেকে মূল পদের কর্মকর্তাও নেই। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চালানো হচ্ছে। প্রয়োজনের তুলনায় অর্ধেকের বেশি পদ শূন্য রয়েছে। উপ-সহকারী প্রকৌশলী (ক্যারেজ) (এসএই) আবুল হোসেন জানান, লোকবল সঙ্কটের কারণে প্রয়োজনীয় কাজ করতে হিমশিম খেতে হয়। এখানে সব যাত্রীবাহী ট্রেন ও মালবাহী বগির ফিটনেস, ওয়াশিং, ক্লিনিং ও রানিং সেফটি দেখাশুনাসহ সার্বিক রক্ষণাবেক্ষণ করা হয়। এ কার্যালয়ের সীমানা প্রাচীরটি অনেকদিন ধরে ভেঙ্গে পড়ে আছে। ফলে অরক্ষিত পড়ে আছে মূল্যবান জিনিসপত্র। দেয়ালে লাগানো কাঠের র‌্যাকগুলোতে উঁইপোকা মূল্যবান কাগজপত্র নষ্ট করছে। টেবিলে এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে অনেক কাগজপত্র, ফাইল। এই কার্যালয়ে রয়েছে তিনটি বিল্ডিং, কক্ষের সংখ্যা ৯টি। এরমধ্যে ১টি বিল্ডিং ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল। অন্য দুটির নির্মাণ কাজে ত্রুটি থাকায় প্লাস্টার খসে গেছে। ছাদ দিয়ে পানি পড়ে। সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, বর্তমানে মেরামতের জন্য এখানে ৪ চাকার কোচ এক লাইনে ১১টি এবং অপর লাইনে ৯টি দাঁড়াতে পারে। ৮ চাকার হলে এর অর্ধেক পরিমাণ দাঁড়াতে পারে। এই ধারণক্ষমতা আরও বাড়ানো দরকার। ভবন সংস্কারের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অনেকবার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানানো হয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছে না। ফলে ক্রমান্বয়ে সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
×