ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দরবারের টাকা লুট

উচ্চ আদালতের স্থগিতাদেশে সাক্ষ্য গ্রহণ পেছাল

প্রকাশিত: ০৫:৪২, ৩ নভেম্বর ২০১৭

উচ্চ আদালতের স্থগিতাদেশে সাক্ষ্য গ্রহণ পেছাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উচ্চ আদালতে স্থগিতাদেশের কারণে আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরীফের টাকা লুটের মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলমের আদালতে মামলাটি সাক্ষ্যের জন্য সময় নির্ধারিত ছিল। আলোচিত এ মামলার প্রধান আসামি র‌্যাবের তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মামলাটির ওপর ছয় মাসের স্থগিতাদেশ প্রদান করে। আসামি পক্ষের কৌঁসুলি রফিকুল আহসান জানান, প্রধান আসামি জুলফিকার আলী মজুমদার মামলাটির বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। গত ২৪ অক্টোবর এ স্থগিতাদেশ জারি হয়। তবে এর আগে হাইকোর্টে আবেদনের বিষয়টি উপস্থাপন করায় ২৩ অক্টোবর প্রথম দফায় সাক্ষ্য গ্রহণও পিছিয়ে দেয়া হয়েছিল। কৌঁসুলি জানান, হাইকোর্ট থেকে দেয়া স্থগিতাদেশের কপি বিচারিক আদালতে জমা দেয়া হয়েছে। আগামী বছরের ২৩ এপ্রিল আদালত সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী সময় নির্ধারণ করেছে। উল্লেখ্য, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর রাতে আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরীফে অভিযান চালানোর নামে র‌্যাব সদস্যরা ২ কোটি ৭ হাজার টাকা লুট করে নিয়ে গিয়েছিল।
×