ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে কোটি টাকার অনুদান

প্রকাশিত: ০৫:৩৩, ৩ নভেম্বর ২০১৭

চট্টগ্রাম মা ও শিশু  হাসপাতালকে কোটি টাকার অনুদান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি। পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক এসএম ফজলুল করিম ও জেনারেল সেক্রেটারি ডাঃ আঞ্জুমান আরা ইসলামের কাছে এই চেক হস্তান্তর করেন। এটি ছিল পিএইচপির প্রতিশ্রুত ৫ কোটি টাকা অনুদানের দ্বিতীয় কিস্তি। মা ও শিশু হাসপাতালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুফী মিজান বলেন, মানবসেবার মধ্যেই কল্যাণ নিহিত। মানবতার জন্য কাজ করতে হবে, মানুষকে ভালবাসতে হবে। যে সেবার মধ্যে ভালবাসা নেই সে সেবার মধ্যে যত্ন নেই সেই সেবার মূল্যও নেই। নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বিনয়ী হতে হবে, মানুষের জন্য ভালবাসা থাকতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পিএইচপি ফ্যামিলি এ ধরনের জনহিতকর কাজে সহায়তা করে যাচ্ছে বলে উল্লেখ করেন বিশিষ্ট এই শিল্পপতি। হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এসএম ফজলুল করিমের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন ডাঃ আঞ্জুমান আরা ইসলাম, সহ সভাপতি এসএম খোরশেদ আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক এএসএম মোস্তাক আহমদ।
×