ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ০৫:১৯, ৩ নভেম্বর ২০১৭

ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(কে) এবং প্রথম সংবিধির ৪৬ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার এই তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি, ১৩ জানুয়ারি ও ২০ জানুয়ারি ঢাকা ও ঢাকার বাইরে মোট ৪৫টি কেন্দ্রে এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী সিনেটের মোট সদস্য ১০৫ জন। এর মধ্যে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ২৫ জন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গত ২৯ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য সিনেটের বিশেষ সভা আহ্বান করেন। কিন্তু বিশেষ সভার ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষকসহ ১৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট রিট করলে গত ২৪ জুলাই হাইকোর্ট রুলসহ নোটিসের কার্যকারিতা স্থগিত করেন। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপীল করলে ২৬ জুলাই হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করেন আপীল বিভাগের চেম্বার আদালত। এ স্থগিতাদেশের কারণে আইনী বাধা ছাড়াই ২৯ জুলাই সিনেটের বিশেষ সভায় তিন সদস্যের ভিসি-প্যানেল মনোনীত করা হয়। ৩০ জুলাই আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য ওঠে। ওইদিন রিট আবেদনকারী পক্ষ ৩ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সময় নেন। সে অনুযায়ী বৃহস্পতিবার আবেদনটি ফের শুনানিতে ওঠে। ওইদিন আপীল বিভাগ তিন সদস্যের ভিসি-প্যানেলের পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে ২৯ জুলাইয়ের সিনেট বৈঠক নিয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন। সে মোতাবেক ২১ আগস্ট থেকে এ রুল শুনানি শুরু হয়। গত ১০ অক্টোবর রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত ঢাবির উপাচার্য নির্বাচনের জন্য গঠিত প্যানেলকে অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে নতুন সিনেট গঠনের নির্দেশও দেয়া হয়। এদিকে উপাচার্য হিসেবে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেন রাষ্ট্রপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ নবেম্বর থেকে ২০ নবেম্বর পর্যন্ত প্রশাসনিক ভবনের ২০৭নং কক্ষ থেকে ১০০ টাকা মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২০ নবেম্বর বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২৯ নভেম্বর ২০১৭ বুধবার বেলা ১টার মধ্যে প্রার্থী লিখিতপত্রের মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ৪৬(৯) ধারা অনুযায়ী প্রত্যেক ভোটারের নিকট ভোটার আইডি কার্ড পাঠানো হবে এবং ৪৬ (১৪) ধারা অনুযায়ী কার্ড দেখিয়ে ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার আইডি কার্ড পুলিং অফিসারের নিকট অর্পণ করতে হবে। আগামী ১৫ নবেম্বর বুধবার থেকে ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলাকালীন প্রশাসনিক ভবনের ২১৪ নম্বর কক্ষ থেকে সশরীরে উপস্থিত হয়ে ভোটারগণ আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। পূর্ণাঙ্গ ভোটার তালিকার চারটি খ- একত্রে নগদ ৬ হাজার ৫০০ টাকা মূল্যে প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আগামী ২১ জানুয়ারি ২০১৮ রবিবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
×