ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার গাড়িবহরে হামলার স্বীকারোক্তি ছাত্রদল নেতার

প্রকাশিত: ০৫:১৫, ৩ নভেম্বর ২০১৭

খালেদার গাড়িবহরে হামলার স্বীকারোক্তি ছাত্রদল নেতার

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২ নবেম্বর ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর মহিপালে তাঁর গাড়িবহরের পেছনে পেট্রোলবোমা হামলা ও গাড়িতে আগুনের ঘটনার মামলায় বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে ফেনী পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা দেলওয়ার হোসেন বাবুল, ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেনসহ ১৩ জন। গ্রেফতারকৃত প্রথম দিনের ৬ জনের মধ্যে একজন সদর থানার ফাজিলপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি নূরে সালাম মিলন (৩০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবারবন্দী প্রদান করেছে। দুপুরে ফেনী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এই জবানবন্দী প্রদান করা হয়। বিকেলে প্রথম দিনের আটক ৬ জনসহ ১৯ জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আদালতে প্রত্যেকের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। আদালত সকলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে। আগামী বরিবার রিমান্ডের আবেদনের ওপর শুনানি শেষে আদেশ প্রদান করা হবে। গ্রেফতারকৃত ১৯ জনের মধ্যে ৩ জন এজাহারভুক্ত আসামি। এদিকে উক্ত অভিযোগ অস্বীকার করেছেন ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন। অন্যদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, ‘প্রকৃত ঘটনাকে আড়াল করতে অভিযোগকারীরা এ ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।’ ওসি বলেন, ঘটনাটি কারা, কেন করেছে তা আটকদের জিজ্ঞাসাবাদ ও জবানবন্দীতে উঠে এসেছে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।
×