ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ নবেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচী বিএনপির

প্রকাশিত: ০৪:০১, ৩ নভেম্বর ২০১৭

৭ নবেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচী বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭ নবেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে ১০ দিনের কর্মসূচী নেয়া হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে ৭ নবেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোরে ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ নবেম্বর থেকে ১৫ নবেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচী নেয়া হয়েছে। তিনি জানান, দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। কেন্দ্রীয় কর্মসূচীর বাইরে স্থানীয় পর্যায়ে মহানগর-জেলা ও উপজেলা-থানা-ইউনিয়নেও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচী পালন করা হবে। বিএনপির অন্য কর্মসূচীর মধ্যে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতার আয়োজন। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুবিধা মতো দিন ও সময়ে আলোচনার সিদ্ধান্ত নেয়া হবে বলে যৌথসভা শেষে জানানো হয়। এদিকে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে সমঝোতায় আসতেই হবে। সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই জয়ী হবে। জনগণের কল্যাণের কথা চিন্তা করে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সংঘাত চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন জনগণের আশা পূরণ হয় সে জন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার জানে যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবেন না। সে জন্য তারা সমঝোতায় আসতে চাইছেন না।’ এর আগে বিকেল সাড়ে তিনটায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় যুগ্ম-মহাসচিব, সম্পাদকম-লীর সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসরুহুল করিজভী, হাবিব-উন নবী খান সোহেল, শবারী বাবু প্রমুখ। ঢাকায় বিক্ষোভ শনিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার রাজধানীর প্রতিটি থানায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
×