ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকের আয় বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৬, ৩ নভেম্বর ২০১৭

ফেসবুকের আয় বেড়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মুনাফা এবার রেকর্ড ভেঙ্গেছে। তৃতীয় প্রান্তিকে ফেসবুক আয় করেছে এক হাজার কোটি ডলার। আগের বছর একই সময়ে এ আয় ছিল ৭০০ কোটি ডলার। এ বছর মূলত অনলাইন বিজ্ঞাপনই তাদের আয় বাড়িয়েছে। তৃতীয় প্রান্তিকে ফেসবুকের এ আয়ের মধ্যে নিট মুনাফা ছিল ৪৭০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশ বেশি। ২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয় ২৬০ কোটি ডলার। ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত বুধবার ফেসবুক ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে তাদের আয়ের পরিমাণ জানিয়েছে। গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এ বছর ফেসবুকে বিজ্ঞাপন দেয়ার খরচও ৩৫ শতাংশ বেড়েছে। এছাড়া ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ফেসবুকের। তিন দশমিক ১৯ শতাংশ বেড়ে বর্তমানে মাসিক সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২০৬ কোটি। প্রতিদিন সক্রিয় থাকেন ১৩ কোটি ৭০ লাখ ব্যবহারকারী। -অর্থনৈতিক রিপোর্টার
×