ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিজিটাল হুন্ডি প্রতিরোধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৩:৪৬, ৩ নভেম্বর ২০১৭

ডিজিটাল হুন্ডি প্রতিরোধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিজিটাল হুন্ডি প্রতিরোধে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় আরও কঠোর অবস্থানে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড অব বিএফআইইউ মোঃ মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড অব বিএফআইইউ মোঃ জাকির হোসেন চৌধুরী। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক আয়োজিত সভায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী সব প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিজিটাল হুন্ডি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
×