ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্যাক্স কার্ড পেয়ে করদাতারা খুশি

প্রকাশিত: ০৩:৪৫, ৩ নভেম্বর ২০১৭

ট্যাক্স কার্ড পেয়ে করদাতারা খুশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো আয়কর দিয়েছেন আবির হোসেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা স্বীকৃতিস্বরূপ দিলেন ছবিসংবলিত ট্যাক্স কার্ড, যা পেয়ে রীতিমতো আনন্দিত আবির। সাংবাদিকদের তিনি বলেন, আমি সত্যিই খুশি। সর্বনিম্ন ট্যাক্স রিটার্ন জমা দিয়েছি। তাতেই একটি ট্যাক্স কার্ড পেলাম। আয়কর মেলায় রিটার্ন দিলে ট্যাক্স কার্ড দিচ্ছে এনবিআর। শুধু ঢাকা ও চট্টগ্রামের করদাতারা এ সুযোগ পাচ্ছেন। আধুনিক এ কর কার্ডে থাকছে করদাতার ছবি। কর কার্ডধারীরা রাষ্ট্রীয় যে কোন সেবাপ্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন বলে জানা গেছে। এ ট্যাক্স কার্ডের পাশাপাশি করদাতাকে ‘আমি গর্বিত করদাতা’ লেখা একটি স্টিকারও দেয়া হচ্ছে, যা গাড়ি কিংবা বাড়ির দরজায় লাগানো যাবে। এনবিআর সংশ্লিষ্টরা জানান, করদাতাদের উৎসাহিত করতে এবারের কর মেলায় প্রথমবারের মতো এ ধরনের কার্ড ও স্টিকার দেয়ার ব্যবস্থা করেছে এনবিআর। বুধবার থেকে দেশব্যাপী এ কর মেলা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিন কর মেলা হবে। বৃহস্পতিবার রাজধানীর কর মেলায় দেখা গেছে, সকাল ১০টার আগে থেকেই শত শত করদাতা মেলা প্রাঙ্গণে জড়ো হয়েছেন। কেউ আয়কর বিবরণী জমা দিচ্ছেন, কেউ ইলেক্ট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ইটিআইএন) নিচ্ছেন। কেউ জানতে এসেছেন কিভাবে বিবরণী লিখতে হয়। ভিড় ছিল চোখে পড়ার মতো। মিরপুরে থাকেন গোলাম মইন উদ্দিন। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ট্যাক্স কার্ড দেয়ার উদ্যোগটি নবীন করদাতাদের কর দেয়ায় উৎসাহিত করবে। এটি এক ধরনের স্বীকৃতি। কর পরিশোধের চালান পকেটে নিয়ে ঘোরা যাবে না। কিন্তু কর কার্ড পকেটে নিয়ে ঘোরা যাবে। মেলায় করদাতারা আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাচ্ছেন। করদাতাদের সহায়তা করার জন্য সহায়তা কেন্দ্রও আছে। একই ছাদের নিচে ইটিআইএন, পুনঃনিবন্ধন, রিটার্ন জমা সব সেবা মিলছে। করদাতারা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে। এছাড়া নারী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ আছে।
×