ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান সেরা করদাতার পুরস্কার পাচ্ছে

প্রকাশিত: ০৩:৪৪, ৩ নভেম্বর ২০১৭

১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান সেরা করদাতার পুরস্কার পাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ করদাতাদের উৎসাহ ও ২০১৬-১৭ অর্থবছরে সর্বোচ্চ কর প্রদানের স্বীকৃতি হিসেবে তিন ক্যাটাগরিতে এবার ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত ট্যাক্স কার্ডপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে ব্যক্তি শ্রেণীতে ৫৫ জন, কোম্পানি শ্রেণীতে ৫৫ ও অন্যান্য শ্রেণীতে ১০ করদাতাকে মনোনীত করা হয়েছে। সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ অনুযায়ী এসব কার্ড প্রদান করা হচ্ছে। ৮ নবেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ড প্রদান করবে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের মধ্যে জ্যেষ্ঠ নাগরিক ক্যাটাগরিতে পাঁচজন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে পাঁচজন, প্রতিবন্ধী তিন জন, নারী পাঁচজন, তরুণ পাঁচজন, ব্যবসায়ী পাঁচজন, বেতনভোগী পাঁচজন, ডাক্তার পাঁচজন, সাংবাদিক পাঁচজন, আইনজীবী পাঁচজন, প্রকৌশলী তিনজন, স্থপতি তিনজন, এ্যাকাউন্ট্যান্ট তিনজন, নতুন করদাতা সাতজন, খেলোয়াড় তিনজন, অভিনেতা-অভিনেত্রী তিনজন, গায়ক-গায়িকা তিনজন এবং অন্যান্য ক্যাটাগরিতে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। বাকি ট্যাক্স কার্ড কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়েছে। ট্যাক্স কার্ডধারী করদাতারা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তি বা সিআইপির মর্যাদা পেয়ে থাকেন। আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে গত বছর থেকে ১৪১ জন করদাতাকে ট্যাক্স কার্ড দিচ্ছে এনবিআর। এর আগে জাতীয় পর্যায়ে ব্যক্তি শ্রেণীর সেরা ১০ জন ও কোম্পানি পর্যায়ে ১০টিসহ মোট ২০টি ট্যাক্স কার্ড দেয়া হতো। ট্যাক্স কার্ডের মেয়াদ এক বছর।
×