ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্টারনেট ব্যাংকিং

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার সুবিধা চালু

প্রকাশিত: ০৩:৪৪, ৩ নভেম্বর ২০১৭

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার সুবিধা চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) সুবিধা চালু হয়েছে। এই সুবিধার আওতায় ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করতে পারবে। এছাড়া ব্যাংক হিসাব থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডে এবং ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে ব্যাংক হিসাবেও অর্থ স্থানান্তরের সুযোগ পাওয়া যাবে। এতদিন ইন্টারনেট ব্যাংকিয়ের মাধ্যমে একটি ব্যাংকের গ্রাহকরা নিজেদের মধ্যে এ ধরনের লেনদেন করতে পারতেন। আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে এই সুবিধা ছিল খুবই সীমিত। তাছাড়া নতুন চালু হওয়া আইবিএফটি সেবার মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল প্রদান, ডিপিএসর মাসিক কিস্তি জমা, ঋণের মাসিক কিস্তি জমা, ইন্সুরেন্স প্রিমিয়াম প্রদান, বিজনেস টু বিজনেস (বিটুবি) অর্থ প্রদান ইত্যাদি সেবা গ্রহণ অধিকতর সহজ, সাশ্রয়ী ও দ্রুততর হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। ই-কমার্স বা ঘরে বসে অনলাইনে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের সুযোগও বহুগুণ বৃদ্ধি পাবে; যা ই-কমার্স ভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ খাতের ব্যাপক প্রসারে সহায়ক হবে বলে মনে করছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এনপিএসবির মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেপুটি গবর্নর এসএম মনিরুজ্জামান। এ সময় বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ৫ বার এবং সর্বমোট ২ লাখ টাকার লেনদেন করতে পারবেন; যেখানে তিনি প্রতিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা হিসেবে ব্যাংকগুলো সকল লেনদেনের জন্য দুই ধাপ প্রামানিককরণ নিশ্চিত করবে এবং যে কোন অংকের লেনদেন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের এসএমএস পাঠাবে। দেশের পেমেন্ট ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে একটি ক্যাশবিহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে এনপিএসবির মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনপিএসবি ছাড়াও কিছু কিছু ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার সুবিধা রয়েছে। তবে আন্তঃব্যাংক ইলেক্ট্রনিক পেমেন্টকে সহজতর করতে ২০১২ সালের ২৭ ডিসেম্বর এনপিএসবি কার্যক্রম শুরু হয়। শুরুতে আন্তঃব্যাংক এটিএম লেনদেনের মাধ্যমে এনপিএসবি যাত্রা শুরু করে এবং পরবর্তীতে আন্তঃব্যাংক পিওএস লেনদেন অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে দেশে পেমেন্ট কার্ড ব্যবসা পরিচালনাকারী ৫৩টি ব্যাংকের মধ্যে ৫১টি ব্যাংক এনপিএসবির সদস্য। দেশের কার্ড পেমেন্ট ব্যবসার প্রসারে এনপিএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়। এখন পর্যন্ত ৬টি ব্যাংক এনপিএসবির আওতায় আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার শুরু করার লক্ষ্যে সকল প্রকার কার্যক্রম সুসম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো হলো, ডাচ্-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক।
×