ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উৎসাহ উদ্দীপনায় সারাদেশে আয়কর মেলা শুরু

প্রকাশিত: ০৬:৩৩, ২ নভেম্বর ২০১৭

উৎসাহ উদ্দীপনায় সারাদেশে আয়কর মেলা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হয়েছে আয়কর মেলা। এবার ৮ বিভাগীয় মেলায় ৭দিন, ৫৬ উপজেলায় ৪দিন, ৩৪ উপজেলায় ২দিন ও ৭১ উপজেলায় (ভ্রাম্যমাণ) ১দিন মেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিন ১৮ জেলা ও দুই উপজেলাসহ ২০টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে বৃহৎ পরিসরে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে আয়কর মেলার উদ্বোধন করেন। চট্টগ্রাম ॥ চট্টগ্রামে বুধবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। নগরীর জিইসি কনভেনশন হলে মেলা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রথম দিনেই জমজমাট রূপ ধারণ করে এই মেলা। পুরনো করদাতাদের রিটার্ন দাখিল, কর পরিশোধ এবং পাশাপাশি নতুন করদাতাদের জন্য টিআইএন নম্বরসহ সকল ধরনের সেবা কার্যক্রমের ব্যবস্থা রয়েছে একই ছাদের নিচে। খুলনা ॥ ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’, ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ এ রকম নজরকাড়া সব সেøাগান সামনে রেখে বুধবার সকালে খুলনায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বিভাগীয় আয়কর মেলা। কর অঞ্চল, খুলনা কর্তৃক নগরীর বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। রাজশাহী ॥ রাজশাহী নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম, রাজশাহী কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শাহীন আক্তার হোসেন, উপ-কর কমিশনার কাওসার আলী, মোশাররফ হোসেন ও আবদুল মালেক উপস্থিত ছিলেন। বরিশাল ॥ ‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেবো’ প্রধানমন্ত্রীর এই সেøাগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ কর অঞ্চল বরিশাল অফিসের আয়োজনে বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। বগুড়া ॥ ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব’ এই সেøাগানে বগুড়ায় ষষ্ঠবারের মতো আয়কর মেলা শুরু হয়েছে বুধবার। বিয়াম ফাউন্ডেশন মিলনায়তন চত্বরে চার দিনের এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। আয়কর জমা দেয়ার সুবিধায় মেলায় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের অস্থায়ী বুথসহ ইটিআইএন রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের সহযোগিতার হেল্প ডেস্ক, আয়কর বিষয়ে জানা ও কর সেবার ১৩টি বুথ রয়েছে। কুমিল্লা ॥ কুমিল্লায় ৪ দিনব্যাপী আয়কর মেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে নগরীর নজরুল এভিনিউ এলাকায় কর ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। কর অঞ্চল কুমিল্লার কমিশনার ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সামস্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএয়ের সভাপতি এ কে এম সেলিম ওসমান। নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ। নাটোর ॥ ‘আয়কর দেব হেসে-দেশকে ভালবেসে’, ‘সবাই মিলে দেব কর-দেশ হবে স্ব-নির্ভর’ এই স্লোগান নিয়ে নাটোরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান খান মেলার উদ্বোধন করেন। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুর ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। দেশের উন্নয়ন চাইলে পরবর্তী প্রজন্মের সুবিধার কথা চিন্তা করে সময়মতো আয়কর প্রদান করতে হবে । আয়কর দেশের সামগ্রিক উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। দেশের উন্নয়ন ও ভবিষত প্রজন্মের জন্য দেশের প্রত্যেকটি স্বাবলম্বী নাগরিকের নিজ দায়িত্বে আয়কর দেয়া দরকার। বুধবার সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদ কমিউনিটি হলে কর কমিশনার মোঃ হারুন-আর-রশীদের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন চেম্বার সভাপতি সোহবার হোসেন টিটু, ভ্যাট কমিশনার সোহবার হোসন, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। এতে বক্তব্য দেন, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাইল করিম মিলন, রংপুর ওমেন চেম্বার অব কমার্স সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি ও রংপুর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
×