ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসরকারী খাতে ডলার ঋণের সুদ হার আরও কমল

প্রকাশিত: ০৬:৩২, ২ নভেম্বর ২০১৭

বেসরকারী খাতে ডলার ঋণের সুদ হার আরও কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী খাতের উৎপাদনমুখী শিল্প উদ্যোক্তাদের জন্য বৈদেশিক মুদ্রায় দীর্ঘ মেয়াদী ঋণের সুদহার কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বব্যাংকের আর্থিক খাত সহায়তা প্রকল্পে (এফএসএসপি) সুদহার প্রতি ক্ষেত্রে দশমিক ৫০ শতাংশ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে ব্যাংকগুলো এ তহবিল থেকে এখন সর্বোচ্চ লাইবর যোগ ২ থেকে ৩ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। এতদিন এই সুদ ছিল আড়াই থেকে সাড়ে ৩ শতাংশ। বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গঠিত ২৯ কোটি ২৫ লাখ ডলারের ঘূর্ণায়মান তহবিলের কার্যক্রম শুরু হয় গত ২০১৫ সালের অক্টোবরে। এখানে বিশ্বব্যাংক যোগান দিয়েছে ২৫ কোটি ৪০ লাখ এবং বাংলাদেশ ব্যাংকের রয়েছে ৩ কোটি ৮৫ লাখ ডলার। এখান থেকে ব্যাংকগুলো অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ দিতে পারে। লতিফ বাওয়ানী জুট মিলের মোহনগঞ্জ শাখার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ॥ বুধবার বিকেলে মোহনগঞ্জ পৌর শহরের দেওথানে দেশের বৃহত্তর জুট মিল লতিফ বাওয়ানীর মোহনগঞ্জ শাখার শুভ উদ্বোধন হয়েছে। পৌর মেয়র লতিফুর রহমান রতন ফিতা কেটে এ মহতী কাজের শুভ উদ্বোধন করেন। পরে ইউএনও মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বিকাশ চন্দ্রের সঞ্চালনে আলোচনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র মোঃ শহীদ ইকবাল, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ তালুকদার, লতিফ বাওয়ানীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ। সার্বিক তত্ত্ববধানে ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী শহীদ।
×