ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি মাসে আমান ফিডের নতুন কারখানা উৎপাদনে যাবে

প্রকাশিত: ০৬:২৯, ২ নভেম্বর ২০১৭

চলতি মাসে আমান ফিডের নতুন কারখানা উৎপাদনে যাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমান ফিডের নতুন কারখানার সম্প্রসারণ নবেম্বর মাসে প্রকল্প চালু হয়েছে। ফলে শীঘ্রই আমান ফিড নতুন কারখানার উৎপাদনে যাবে। এই সম্প্রসারণের মাধ্যমে আমান ফিডের বার্ষিক উৎপাদন ক্ষমতা ও নিট মুনাফা অনেক বৃদ্ধি পাবে বলে জানা গেছে। এছাড়া আমান ফিড ২০১৮ সালে একিন ফিড লিঃ নামে একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করেছে। যেখানে আমান ফিডের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। এ কোম্পানিটি সহসাই বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। এ প্রসঙ্গে আমান ফিডের সচিব মনিরুল ইসলাম বলেন, আমান ফিড আগের চেয়ে ভাল ব্যবসা করছে। সামনে আরও ভাল করার চেষ্টা করে যাচ্ছি। তবে কারখানা সম্প্রসারণ ও নতুন কোম্পানি করার ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে তিনি বলেন, প্রাইস সেনসিটিভ কোন বিষয়ে কথা বলা যাবে না। এদিকে কোম্পানিটি প্রতি বছর বড় ধরনের লভ্যাংশ দেয়ার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থায় এসেছে। চলতি অর্থবছরেও (২০১৬-১৭) কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩০ শতাংশ (২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ প্রদান করেছে। চলতি বছরের আর্থিক হিসাব অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) হয়েছে ৪.৫৪ টাকা (১০ কোটি ৫৬ লাখ শেয়ার হিসাব করে)। যা আগের বছরের একই সময়ে ছিল ৪.৪৮ টাকা (৯ কোটি ৬০ লাখ শেয়ার হিসাব করে)। প্রতিবেদন আলোকে কোম্পানিটির বার্ষিক মুনাফা আগের চেয়ে বেড়েছে ৬ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ৩৩.৯৬ টাকা। জানা গেছে, আমান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমান পোল্টি হ্যাচারি, আনোয়ারা পোল্টি ও আমান ব্রিডারর্সে কোম্পানিতে মুরগির বাচ্চা উৎপাদন আগের চেয়ে ৫ গুণ বেড়েছে। ফলে আমান ফিডের বিক্রি ও চাহিদা অনেক বেড়েছে। তথ্য মতে, ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রতিবছরই ৩০ শতাংশ হারে লভ্যাংশ দিয়ে আসছে আমান ফিড। আমান গ্রুপের আমান কটন ফাইব্রাস লিঃ, আমান সিমেন্ট ও আমান টেক্স শেয়ারবাজারে আসার জন্য কাজ শুরু করেছে। ইতিমধ্যেই আমান কটন ফাইব্রাস লিঃ বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে নিবন্ধনের উদ্দেশ্যে মূল্য নির্ধারণের জন্য সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিডিংয়ের অনুমোদন পেয়েছে। আগামী ৬ নবেম্বর থেকে এর বিডিং শুরু হবে। আমান ফিডের মোট শেয়ারের ৭০.৫০ শতাংশ শেয়ার পরিচালক, ১৫.৫৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারী ও ১৩.৯৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
×