ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালাফ হত্যা মামলায় হাইকোর্টের রায় আপীল বিভাগে বহাল

প্রকাশিত: ০৬:০৮, ২ নভেম্বর ২০১৭

খালাফ হত্যা মামলায় হাইকোর্টের রায় আপীল বিভাগে বহাল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপীল বিভাগ। ফলে এ মামলায় আসামি সাইফুল ইসলামের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদ-াদেশ বহাল রইল। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপীল বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি হলো আল আমিন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকন। পলাতক সেলিম চৌধুরী ওরফে সেলিম আহমেদকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মৃত্যুদ-প্রাপ্ত আসামি সাইফুল ইসলামের আইনজীবী শিকদার মকবুল হক এবং আসামিপক্ষের অপর আইনজীবী মোহাম্মদ হেলাল উদ্দিন মোল্লা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। পরে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, খালাফ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তিনটি ও আসামিপক্ষের করা একটি আপীল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। তিনি আরও বলেন, খালাফ হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে যাবজ্জীবন দ-প্রাপ্ত তিন আসামির দ- বহাল রেখেছেন। অপর আসামি সেলিমকে খালাস দেয়া হয়েছে।
×