ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের ৭ দিনের কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০৫:৫৮, ২ নভেম্বর ২০১৭

আওয়ামী লীগের ৭ দিনের কর্মসূচী ঘোষণা

বিশেষ প্রতিনিধি ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় আওয়ামী লীগ ৭ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যায় ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর এক জরুরী সভায় এ কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে কর্মসূচী ঘোষণা করেন ওবায়দুল কাদের। কর্মসূচীর মধ্যে রয়েছে- আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৪ নবেম্বর দেশব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শোভাযাত্রা, ৫ নবেম্বর সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া প্রার্থনা, ৬ নবেম্বর বিকেলে রাজধানী ঢাকা ব্যতীত সারাদেশে আনন্দ শোভাযাত্রা, ৭ নবেম্বর দেশব্যাপী আলোচনা সভা ও সেমিনারের আয়োজন, ৮ নবেম্বর সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সবশেষ ৯ নবেম্বর দুপুর আড়াইটায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মৃতি-বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) নাগরিক সমাবেশ। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মহানায়কের পাশাপাশি ইতিহাসের খল-নায়ককে উপস্থাপনকারীদের জিজ্ঞাসা করুন, কেন তারা এত কুন্ঠিত, কেন তাদের এত কৃপণতা? খালেদা জিয়ার কক্সবাজার যাওয়া-আসার পথে দুই দফা হামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি বলেন, ইউটিউবে যার বক্তব্য এসেছে এটা আজকের প্রশ্ন, সারা দেশের প্রশ্ন যে তাকে কবে গ্রেফতার করা হবে? ইউটিউবে যার বক্তব্য এসছে সে তো বিএনপির ডাকসাইটে নেতা, তিনি জড়িত হলেও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। এটা আজকে জাতির প্রশ্ন। এটা তথ্য প্রমাণসহ বেরিয়েছে। বিএনপি চেয়ারপার্সনের গাড়ির চাকা কে পাংচার করেছে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘ওনার গাড়ির চাকা যে পাংচার হয়েছে, সেখানেও কি আওয়ামী লীগের নেতারা জড়িত ছিল? বিশ মিনিট গাড়ি আটকে ছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময়। গাড়ির আশপাশে তো তার দলের নেতারা ছিল। তাহলে কারা এটা করেছে? তিনি বলেন, আসলে খালেদা জিয়ার একটা নিউজ করার দরকার ছিল, তাই তিনি একটা নাটক তৈরি করেছেন। জনতার ঢল যখন নামে না, মরা গাঙ্গে যখন জোয়ার আসে না- তখন একটা ঘটনা ঘটানোর দরকার তাই ঘটিয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রশ্নে বাংলাদেশের প্রস্তাবের বিষয়ে কোন জবাব না দিয়ে এখন উল্টো বিলম্বের জন্য বাংলাদেশকে দায়ী করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমার কখন যে কি বলছে, দেশটির সেনাপ্রধান কি বলছে, মুখপাত্র কি বলছে- তার কোন ঠিক নেই। একেকজনের একেক রকম কথা, কারও সঙ্গে কারও মিল নাই। আমাদের দেশ আজ মানবিক কারণে ছয় লাখের মতো লোককে স্থান দিয়েছে। তবে তাদের বক্তব্য নিয়ে আমরা আলোচনা করে বিস্তারিত কথা বলব। ব্রিফিংকালে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
×