ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তেঁতুল হুজুরদের ক্ষমতার বাইরে রাখতে না পারলে দেশ নিরাপদ নয় ॥ ইনু

প্রকাশিত: ০৫:৫৮, ২ নভেম্বর ২০১৭

তেঁতুল হুজুরদের ক্ষমতার বাইরে রাখতে না পারলে দেশ নিরাপদ নয় ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া-জামায়াতসহ তেঁতুল হুজুরদের ক্ষমতার বাইরে রাখতে না পারলে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘বর্তমান রাজনীতি’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। খালেদা জিয়া যতবার মুখ খোলেন ততবার দেশবিরোধী কথা বলেন মন্তব্য করে ইনু বলেন, তিনি দেশবিরোধী কথা বলেন বলেই আমি বারবার তার সমালোচনা করি। তিনি সবসময় মিথ্যাচার করেন। রাজাকারের পক্ষে সাফাই গান। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেন। তাইতো কথা না বলে পারা সম্ভব নয়। সামরিকতন্ত্রের পক্ষে রাজনীতিতে আর কেউ সাফাই গাইবেন না ভেবেছিলাম। কিন্তু খালেদা জিয়া সামরিকতন্ত্রের সাফাই গাওয়ায় আমার দুঃশ্চিন্তা বেড়েছে। আমার প্রশ্ন রাজাকার, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুররা রাজনীতিতে কেন। আমরা এখনও গরীব কেন। এই দুই প্রশ্নে নিষ্পত্তি না হলে দেশে শান্তি আসবে না। তিনি বলেন, দেশে অশান্তির জন্য ’৭১, ’৭৫ ও ২১ আগস্টের খুনীরা দায়ী। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে খুনীদের ধ্বংস করতে হবে। নির্বাচন, রাজাকার ও সরকার-রাজনীতি এই তিন বিষয় নিয়ে এখন দেশে রাজনৈতিক বিতর্ক চলছে উল্লেখ করে ইনু বলেন, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হলে এসব বিতর্কের অবসান চাই। অন্যথায় আমরা অশান্তিতে ভুগব। তিনি বলেন, রাজনীতিতে রাজাকাররা প্রবেশ করছে। তেঁতুল হুজুরদের রাজনৈতিক সঙ্গী করা হচ্ছে। তাদের সাদরে রাজনৈতিক জোটে রাখা হচ্ছে। তাদের জন্য দেশের রাজনীতি ও গণতন্ত্র নিরাপদ নয়। এক কথায় বললে, এরকম রাজনৈতিক বাস্তবতার মধ্যে আমরা সঙ্কটে আছি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে টেকসই রাজনীতি প্রয়োজন। টেকসই রাজনীতি ছাড়া টেকসই অর্থনীতি হবে না। তাই সমৃদ্ধ বাংলাদেশের প্রয়োজনে টেকসই রাজনীতি প্রয়োজন। ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়া ও তার প্রিয় হুজুরদের চিরতরে রাজনীতি থেকে সরানোর বিকল্প নেই বলেও মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচনা সভায় প্রধান বক্তা বিএনএফ প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ বলেন, কালো টাকা ওয়ালারা দেশের রাজনীতি ও ব্যবসা নিয়ন্ত্রণ করে। তাই একশ্রেণীর মানুষের কাছে আজ গোটা দেশ জিম্মি। তিনি বলেন, জাতীয় সংসদে এখন রাজনীতিবিদের থেকে ব্যবসায়ী বেশি। তাই দেশের রাজনীতিতে এখন অশনি সঙ্কেত।
×