ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতির মামলায় নাগরীসহ পাঁচ কাস্টম্স কর্মকর্তার বিচার শুরু

প্রকাশিত: ০৫:৫৭, ২ নভেম্বর ২০১৭

দুর্নীতির মামলায় নাগরীসহ পাঁচ কাস্টম্স কর্মকর্তার বিচার শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঘুষ দাবি এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে দায়েরকৃত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক কর্মকর্তা শাহাব উদ্দিন নাগরীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। বুধবার চট্টগ্রাম বিভাগীয় জজ মীর মোহাম্মদ রুহুল আমিনের আদালতে এ অভিযোগ গঠিত হয়। তবে একই মামলায় ৮ আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে। দুদক সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে বাকি চারজনও কাস্টমসের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তারা হলেন সাবেক সহকারী কমিশনার সাজেদুল হক, সাবেক প্রিভেনটিভ অফিসার বাহারুল ইসলাম, নিলাম শাখার সাবেক সুপারিনটেনডেন্ট একেএম ফজলুল হক এবং সাবেক চীফ এপ্রেইজার আবুল হাশেম। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে নিলাম ওঠা একটি গাড়ি ৫ লাখ ৫২ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী হাসান আলী। প্রভোক্স মডেলের এ গাড়িটি হস্তান্তরকালে ১ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন তৎকালীন কাস্টমস কমিশনার শাহাবউদ্দিন নাগরী। ফটোকপিয়ার মেশিন আটক ঘোষণার ব্যত্যয় ঘটিয়ে সিঙ্গাপুর থেকে আমদানি করা এক কন্টেনার ফটোকপিয়ার মেশিন আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঢাকার মতিঝিলের হিমালয় নামের একটি প্রতিষ্ঠানের নামে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। বুধবার এ চালানের কন্টেনার পরীক্ষা করে ঘোষণার সঙ্গে কোন মিল পাওয়া যায়নি।
×