ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএসসি জেডিসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬০ হাজারের বেশি

প্রকাশিত: ০৫:৫৫, ২ নভেম্বর ২০১৭

জেএসসি জেডিসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬০ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার ॥ অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই ৬০ হাজার ৮৯৩ পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষাকে নির্বিঘœ করতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো, কেন্দ্র সচিব ছাড়া ছবি তোলা যায় এ ধরনের মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ না করাসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। বৃহস্পতিবার সারাদেশে সাধারণ ৮টি শিক্ষাবোর্ড ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হয়। প্রথমদিন জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কোরান মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের চারজন, যশোরের দুজন ও মাদ্রাসা বোর্ডের ৯ জন। এবার দুই পরীক্ষায় সারাদেশের ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১৮ নবেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আটটি সাধারণ শিক্ষাবোর্ড ও মাদ্রাসাবোর্ডের অধীনে এই পরীক্ষায় ২৮ হাজার ৬২৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থী দুই হাজার ৮৩৪ কেন্দ্রে অংশ নিচ্ছে। এবার জেএসসি ও জেডিসির ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ পরীক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ২৪ হাজার ৪২ ছাত্রী এবং ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন ছাত্র। এর মধ্যে আট শিক্ষাবোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ২০ লাখ ৯০ হাজার ২৭৭ এবং মাদ্রাসাবোর্ডের অধীনে জেডিসিতে তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এ পরীক্ষায় ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন অংশ নিয়েছিল। এবার পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার ৪৫ জন। এছাড়া জেএসসিতে ৯৬ হাজার ২১২ জন এবং জেডিসিতে ১৪ হাজার ৩৬৭ জন অনিয়মিত পরীক্ষার্থীও পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এক থেকে তিন বিষয়ে যারা অকৃতকার্য হয়েছিল তারাও এবার পরীক্ষা দিচ্ছে। এই সংখ্যা জেএসসিতে ৮৭ হাজার ৬৯৭ জন এবং জেডিসিতে ১১ হাজার ৭৭০ জন আর বিদেশের নয়টি কেন্দ্রে এবার ৬৫৯ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নৌকাডুবিতে আহতরা পরীক্ষা দিতে পারবে এদিকে নৌকাডুবির কারণে জেএসসি পরীক্ষার প্রথম দিনে অংশ নিতে না পারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রায় অর্ধশত পরীক্ষার্থী ফের পরীক্ষায় অংশ নিতে পারবে। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে এসব পরীক্ষার্থীর জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অন্য বিষয়ের পরীক্ষা শেষে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেয়া হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ মহিউদ্দীন খান গতকাল সাংবাদিকদের বলেন, ‘নৌকাডুবির কারণে দুই পরীক্ষার্থী মারা গেছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মর্মাহত। আমরা সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করছি। যারা মারা গেছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণত পরীক্ষায় অংশ না নিলে অনুপস্থিত ধরা হয়। দুর্ঘটনার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি মানবিক কারণে তাদের ব্যাপারে বিশেষ বিবেচনা করা হবে।’ বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘নৌকাডুবির কারণে প্রথম দিনের (বাংলা প্রথম পত্র) পরীক্ষায় ১৮ জন অংশ নিতে পারেনি। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’ এ ব্যাপারে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, দুর্ঘটনার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিতে পারে না। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেয় আমরা তা বাস্তবায়ন করব। মন্ত্রণালয় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দিলে অন্য পরীক্ষা শেষে আলাদা সেটের প্রশ্নে পরীক্ষা নেয়া হবে।’ গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর উপজেলায় কৃষ্ণনগর এলাকার তিতাস নদীতে একটি নৌকাডুবির ঘটনায় বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও উচ্চবিদ্যালয়ের দুই জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আরও অর্ধশতাধিক আহত হয়।
×