ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি ইতিহাস বিভাগের সবাই পাচ্ছেন ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’

প্রকাশিত: ০৫:৪৬, ২ নভেম্বর ২০১৭

ঢাবি ইতিহাস বিভাগের সবাই পাচ্ছেন  ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ এবং বঙ্গবন্ধু সংক্রান্ত অন্যান্য গ্রন্থ বিতরণ করা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর হাতে মোট ১২শ’ বই তুলে দেয়া হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগীয় চেয়ারম্যান ও প্রতি বর্ষের শিক্ষার্থী প্রতিনিধির হাতে এসব গ্রন্থ তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর উদ্যোগে এসব গ্রন্থ বিতরণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘জাতির জনক সকল ক্ষেত্রে সততা, সাহসিকতা ও দেশপ্রেমের স্বাক্ষর রেখে গেছেন। তাই বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করতে হবে। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, দি ফারমার্স ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন ও ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর অধ্যাপক ড. মুনতাসীর মামুন। আজ দুর্নীতি মামলায় হাজিরা দেবেন খালেদা জিয়া স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আদালতের উদ্দেশে বেলা ১১টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বের হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এদিন দুই দুর্নীতি মামলার শুনানি গ্রহণ করবেন। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়া এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য ওইদিন ধার্য রয়েছে।
×