ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডন বৈঠকে সিদ্ধান্ত

নওয়াজ হতে না পারলে প্রধানমন্ত্রী হবেন শাহবাজ

প্রকাশিত: ০৫:১২, ২ নভেম্বর ২০১৭

নওয়াজ হতে না পারলে প্রধানমন্ত্রী হবেন শাহবাজ

পাকিস্তান মুসলিম লীগ এন- এর শীর্ষ নেতৃত্ব লন্ডন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে, ২০১৮ সালের নির্বাচনে দলটির সভাপতি নওয়াজ শরীফ যদি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে অযোগ্য ঘোষিত হন তবে এ পদে শাহবাজ শরীফকে মনোনয়ন দেয়া হবে। খবর-ডন নওয়াজ শরীফ গত সোমবার অনুষ্ঠিত এই লন্ডন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী, শাহবাজ শরীফ ছাড়াও ইসহাক দার, খাজা আসিফ ও আহসান ইকবালের মতো কেন্দ্রীয় মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। বৈঠকের এই সিদ্ধান্ত নেয়ার আগে গত সেপ্টেম্বরে স্বল্প পরিচিত একটি মার্কিনী সংস্থা গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারের এক জরিপের ফল পাকিস্তানের এক উর্দু দৈনিকে ছাপা হওয়ার পর দেখা যায়, প্রায় ৬০ শতাংশ মানুষ শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ তালিকার শীর্ষে স্থান দিয়েছে-সেখানে তেহরিক-ই-ইনসাফ পার্টি প্রধান ইমরান খান ৪৭ শতাংশ জনসমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। নওয়াজ মুসলিম লীগের এক শীর্ষস্থানীয় নেতা গত মঙ্গলবার বলেন, শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই কারণে বেছে নেয়া হয়েছে যে, নয় মাস পর পাকিস্তানে সাধারণ নির্বাচনের ফল যাই হোক না কেন পানামা পেপার্স দুর্নীতির দায়ে নওয়াজ শরীফকে দেয়া সুপ্রীমকোর্টের রায়ে কোন পরিবর্তন হবে না।
×