ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিহারে ১৬ নকশালপন্থীর আত্মসমর্পণ

প্রকাশিত: ০৫:১১, ২ নভেম্বর ২০১৭

বিহারে ১৬ নকশালপন্থীর আত্মসমর্পণ

অন্তত ১৬ জন বামপন্থী নকশাল সদস্য ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য বিহারের শিউহার জেলায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। সিনহুয়া। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা চঞ্চল শেখর বুধবার সাংবাদিকদের জানান, আত্মসমর্পণকারীদের প্রত্যেককেই রাজ্যের এ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী পুনর্বাসন করা হবে। চঞ্চল শেখর জানান, আত্মসমর্পণকারী সবার বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে এবং প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে বেশ কটি করে মামলা রয়েছে। ভারতের যেসব এলাকায় নকশালপন্থীরা সক্রিয় সম্প্রতি আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসন করার নীতি গ্রহণ করেছে রাজ্যগুলোর সরকার। এর মধ্যে মধ্য ভারতের ছত্তিশগড় এলাকায় নকশালদের বিচরণ সবচেয়ে বেশি। কোন নকশাল এ রাজ্যে আত্মসমর্পণ করলে তাকে চাকরি ও বাড়ি তৈরি করে দিচ্ছে ছত্তিশগড় সরকার। এছাড়া নকশালদের কেউ অস্ত্রসহ আত্মসমপর্ণ করলে তাকে দেয়া হচ্ছে নগদ অর্থ।
×