ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার টানেল ধস, দুই শতাধিক লোক নিহত

প্রকাশিত: ০৫:১১, ২ নভেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার টানেল ধস, দুই শতাধিক লোক নিহত

গত মাসে উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেত্রের কাছে একটি টানেল ধসে দুইশতাধিক লোক নিহত হয়েছে বলে ধারণা করেছে জাপানের একটি টেলিভিশন চ্যানেল। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ‘আসাহি’ টেলিভিশন ওই খবর প্রচার করে। তবে খবরটির সত্যতা যাচাই করা যায়নি। খবর নিউজিল্যান্ড হেরাল্ড অনলাইনের। খবরে বলা হয়, ১০ অক্টোবরের কোন এক সময় পুনগি-রি পরমাণু ক্ষেত্রের কাছের একটি টানেল ধসে পড়ে এবং প্রায় ১০০ শ্রমিক নিহত হয়। উদ্ধার অভিযান চালানোর সময় দ্বিতীয়বার ধসের ঘটনা ঘটে এবং নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায় বলেও ওই খবরে দাবি করা হয়। গত ৩ সেপ্টেম্বর নিজেদের ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সেটি ছিল ভূ-গর্ভে চালানো দেশটির তৃতীয় পারমাণবিক পরীক্ষা। যার জেরে উত্তর কোরিয়ায় ৪ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।বিশেষজ্ঞরা বলেন, ওই পরীক্ষার পর পুনগি-রি পরমাণু ক্ষেত্রের আশেপাশে আরও কয়েকবার পরাঘাত অনুভূত হয় এবং কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটে। যার অর্থ, ওই এলাকার ‘ভূ-প্রকৃতিতে পরিবর্তন এসেছে’ এবং ওই পরমাণু ক্ষেত্রটিতে আর পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো যাবে না। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থার প্রধান ন্যাম জায়ে-চোল পার্লামেন্টের কমিটি মিটিংয়ে এক বৈঠককালে সোমবার এ ব্যাপারে বিবৃতি দেন। সাম্প্রতিককালে পিয়ংইয়ং পুনগি-রি সামরিক ঘাটি থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
×