ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে ট্রাক হামলা

আততায়ী আইএস জঙ্গী

প্রকাশিত: ০৫:০৯, ২ নভেম্বর ২০১৭

আততায়ী আইএস জঙ্গী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত মঙ্গলবার যে ব্যক্তি ট্রাক চাপা দিয়ে ৮ ব্যক্তিকে হত্যা করে তার নাম সাইফুল্লাহ হাবিবুলেভিচ সাইপভ বলে জানা গেছে। এ প্রসঙ্গে বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, ২৯ বছর বয়স্ক এই সন্দেহভাজন হামলাকারীকে আহত অবস্থায় নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। খবর- এবিসি নিউজের এই নারকীয় ঘটনার কয়েক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হত্যাকা- ঘটিয়ে ট্রাক থেকে পালিয়ে যাওয়ার সময় সাইপভ দু’হাতে দুটি ডামি হ্যান্ডগান নিয়ে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হওয়ার পর তাকে হাসপাতালে জরুরী চিকিৎসা দেয়া হচ্ছে এবং সে বেঁঁচে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার পর তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে একটি চিরকুট খুঁজে পান যাতে ধারণা করা যায় যে, সন্দেহভাজন ব্যক্তি তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এর পক্ষে এই জঘন্য হত্যাকা- ঘটায়। সাইপভ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, সে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ থেকে ডিভি লটারি পেয়ে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আইনগত অধিকার পেয়ে যে ওহাইও সিনসিনেটিসহ বেশ কয়েকটি স্থান ঘুরে সম্প্রতি নিউজার্সির প্যাটারসনে এসে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করা শুরু করে। হত্যাকা-ে ব্যবহৃত ট্রাকটি সে নিকটস্থ ডিপার্টমেন্টাল স্টোর থেকে ভাড়া করেছিল। তার অতীত ইতিহাস ঘেঁটে জানা যায়, ওহাইওভিত্তিক কয়েকটি ট্রাক কোম্পানির সঙ্গে তার ব্যবসার লাইসেন্স ছিল এবং মাঝে একবার উবার ড্রাইভার হিসেবে সে বেশ কিছুদিন কাজ করেছে। এসব কোম্পানি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, সে গত ছয় মাসে মালপত্র আনা নেয়ার কাজে ১৪০০ ট্রিপ দিয়েছিল এ ধরনের নিরীহ জীবন যাত্রায় অভ্যস্ত এক ব্যক্তির দ্বারা এই নির্মম হত্যাকা- সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটনের জন্য পুলিশ মঙ্গলবার রাতে সাইপভের বাড়ি তল্লাশি করে। তাৎপর্যপূর্ণ বিষয় যে, এখন পর্যন্ত আইএস এই ঘটনার দায় স্বীকার করে কোন বিবৃতি দেয়নি। তবে সাইট গোয়েন্দা সংস্থার রিটা কাযের মতে ইউরোপজুড়ে আইএস সংশ্লিষ্টরা যে ধরনের ট্রাক হামলা ইতোপূর্বে চালিয়েছিল এটি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিটার অভিমত, ইরাক ও সিরিয়ায় চূড়ান্তভাবে পর্যদস্তু হয়ে আইএস তার সমর্থকদের প্রতি যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য দেশগুলোতে হামলা পরিচালনার আহ্বান জানিয়েছে, যার ফলশ্রুতিতে নিউইয়র্কের এই হত্যাকা- সংঘটিত হলো। জঙ্গীদের অবশ্যই পরাজিত করব ॥ ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বলেছেন, অসুস্থ ও অপ্রকৃতিস্থ মানুষের হামলার এটি আরেকটি নজির। নিউইয়র্কে সন্ত্রাসী হামলার শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের প্রতি আমার সহানুভূতি রইল। ঈশ্বর ও দেশ আপনাদের সঙ্গে রয়েছে। আমরা অবশ্যই আইএসকে আমাদের দেশে ফিরে আসতে বা ঢুকতে দেব না। মধ্যপ্রাচ্য হোক বা অন্য যে কোন জায়গা আমরা তাদের অবশ্যই পরাজিত করব। সিএনএন জানায়, নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে মঙ্গলবারের হামলাটি চালানো হয়। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও একে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছেন। নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, রিটেইলার হোম ডিপো থেকে একটি সাদা ট্রাক বিকেল তিনটার দিকে বের হয়ে আসে। ওয়েস্ট হিউস্টন রোড ধরে ট্রাকটি চলতে থাকে। এটি এক পর্যায়ে লোয়ার ম্যানহাটানের ওয়েস্ট সাইড হাইওয়ের সাইকেল চালানোর পথে ঢুকে পড়ে। পরে ট্রাকটি চেম্বার্স স্ট্রিটের দিকে মোড় নিতে গেলে একটি স্কুল বাসের সঙ্গে ধাক্কা লেগে সেটি থেমে যায়। পুলিশ ট্রাক চালককে পেটে গুলি করে আহত করে ও আটক করে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী তার হাতে দুটি বন্দুক ছিল এবং হামলাকারীর দেয়া ভাষ্য সন্ত্রাসী হামলার মিল রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি নকল বন্দুক উদ্ধার করা হয়। আহত সাইপভকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। অস্ত্রোপচারের আগে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। সাইপভ তাদের কি বলেছেন সেটি জানা যায়নি। এ হামলার পর নিউইয়র্কের গবর্নর এ্যান্ড্রেুা কিউমো স্বাধীনতা ও গণতন্ত্রের সম্মানে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে লাল, সাদা ও নীল রংয়ে আলোকিত করার নির্দেশ দিয়েছেন। চলতি বছর এপ্রিলে একজন উজবেক স্টকহোমে ট্রাক নিয়ে অনুরূপ হামলা চালিয়েছিল।
×